সংক্ষিপ্ত

ঋতু পরিবর্তনে ত্বকের নানান সমস্যা দূর করতে বেসন কার্যকরী। বেসন ও হলুদ, দুধ, মধু এবং দইয়ের প্যাক ব্যবহারে দ্রুত উপকার পাওয়া যায়।

ত্বক নিয়ে হাজারও সমস্যা লেগে থাকে। বিশেষ করে ঋতুপরিবর্তনের সময় এই সমস্যা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। ত্বকের শুষ্ক ভাব, সাদা ছোপ থেকে শুরু করে নানান জটিলতা দেখা যায়। ত্বকের এমন সমস্যা দূর করতে ভরসা রাখুন বেসনের ওপর। এই কয় উপায় ব্যবহার করুন বেসন। দ্রুত মিলবে উপকার।

বেসন ও হলুদের প্যাক

ব্যবহার করতে পারেন বেসন ও হলুদের প্যাক। কাঁচা হলুদ প্রথমে বেটে নিন। সেই হলুদ বাটার সঙ্গে মেশান বেসন। এবার তাতে সামান্য গোলাপ জল দিয়ে পারেন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও দুধের প্যাক

ব্যবহার করতে পারেন বেসন ও দুধের প্যাক। একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

বেসন ও মধুর প্যাক

ব্যবহার করতে পারেন বেসন ও মধুর প্যাক। একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও দইয়ের প্যাক

রুক্ষ্ম ত্বকের সমস্যা দূর করতে বেসন ও দইয়ের প্যাক বেশ উপকারী। একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।