শীতকালে ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহারের পদ্ধতি। বেসন, হলুদ, চন্দন, দই, ওটস, মধু, তিলের গুঁড়ো, নুন, চালের গুঁড়ো, চিনি, অলিভ অয়েল, নারকেল তেল ব্যবহার করে মরা চামড়া দূর করার সহজ উপায়।

শীত বিদায় জানাতে প্রস্তুত। এই সময় সকলেই ত্বকের নানান জটিলতায় ভোগেন। ত্বক নিয়ে এই সময় জেরবার অবস্থা। ত্বকের ওপর মরা চামড়া জমে থাকায় নানান সমস্যা তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। রইল কয়টি ফেসপ্যাকের হদিশ। এই কয়টি প্যাক ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। মরা কোষ দূর করুন এই সহজ উপায়।

বেসন, হলুদ, চন্দন ও দই

প্রথমে হলুদ নিয়ে বেটে নিন। এবার তাতে মেশান বেসন। মেশান চন্দন বাটা। ভালো করে মিশিয়ে প্যাক প্যাক বানান। এতে দিন দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

ওটস ও মধু

ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

তিলের গুঁড়ো ও নুন

প্রথমে শুকনো খোলায় তিল ভেজে নিন। এবার তা মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। এতে মেশান এসেনশিয়াল অয়েল। এবার তাতে নুন মেশান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চালের গুঁড়ো ও দই

চাল মিহি করে বেটে নিন। এবার চালের গুঁড়োর সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চিনির স্ক্রাবার

চিনির স্ক্রাবার ব্যবহার করুন। চিনি মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান অলিভ অয়েল ও কয়ের ফোঁটা নারকেল তেল মেশান। তা মুখে লাগান। হালকা করে স্ক্রাব করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।