গরমে ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। লেবু-মধু, বেসন-দই, আলুর রস, ওটস-দুধ, অ্যালোভেরা জেলের মতো উপাদান ট্যান দূর করতে সাহায্য করে।

ত্বক নিয়ে সারা বছর চলতে থাকে সমস্যা। বিশেষ করে গরমে সমস্যা বাড়ে। এই সময় ব্রণ, চুলকানির সমস্যা তে আছেই। তেমনই ট্যানের সমস্যায় জেরবার অবস্থা হয় অেকরেই। আজ রইল বিশেষ টিপস। ত্বকের ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্যাক লাগান অনেকে। তেমনই আবার কেউ কেউ নানান দামি প্যাক লাগান। তা না করে এবার ত্বকে লাগান ঘরোয় প্যাক। রইল বিশেষ প্যাকের হদিশ। জেনে নিন কী করবেন।

লেবু ও মধুর প্যাক

পাত্রে নিন মধু। তাতে দিন লেবুর রস। এবার তা ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে ও বাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও দইয়ের প্যাক

পাত্রে পরিমাণ মতো বেসন নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে ও হাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

আলুর রস

পাত্রে আলুর রস নিন। আলু কেটে ব্লেন্ড করে নিন। তা ছেঁকে রস আলাদা করুন। তুলোয় করে সেই রস ত্বক ও মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

ওটস ও দুধের প্যাক

প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে নিন। মুখে ও গায়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরা জেল

রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার ত্বক পরিষ্কার করে নিন। ভালো করে মুছে নিয়ে তা ত্বকে লাগান। এতে ত্বক ঠাণ্ডা হবে। জ্বালা কমবে। ট্যান দূর হবে।

গ্লাভস ব্যবহার করলে মিলবে উপকার। কিংবা ত্বকে লাগাতে পারেন সানস্ক্রিন। এরই সঙ্গে বাড়ির বাইরে বের হলে হাত ও মুখ ঢেকে বের হন। এতে মিলবে উপকার।