পাতিলেবুর খোসা দিয়ে ত্বকের যত্ন নেওয়ার চারটি প্যাকের হদিস। দই, গ্রিন টি, মধু, অ্যালোভেরা এবং চন্দন গুঁড়োর সাথে পাতিলেবুর খোসা মিশিয়ে তৈরি করুন ঘরোয়া প্যাক।
ত্বক কিংবা চুলের চর্চায় অনেকেই ব্যবহার করি পাতিলেবু। পাতিলেবুর রস মাথায় লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে শ্যাম্পু করতে খুশকি দূর হয়। তেমনই পাতিলেবুর রসের সঙ্গে দুধ মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগালে দূর হয় ট্যান। এবার পাতিলেবুর রস নয়, পাতিলেবুর খোসা দিয়ে করে নিন ত্বকের যত্ন। রইল চারটি প্যাকের হদিশ। পাতিলেবুর খোসা দিয়ে বানিয়ে নিন এই প্যাক। মিলবে উপকার।
পাতিলেবুর খোসা ও দই
পাতিলেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার পাত্রে দই নিন। তাতে মেশান পাতিলেবুর রস। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার।
পাতিলেবুর খোসা, গ্রিন টি ও মধু
প্যাক বানান পাতিলেবুর খোসা, গ্রিন টি ও মধু দিয়ে। পাতিলেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার এই খোসার সঙ্গে মেশান মধু ও গ্রিন টি। প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
পাতিলেবুর খোসা ও অ্যালোভেরা
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। পাতিলেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার এই খোসার গুঁড়োর সঙ্গে মেশান অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস।
পাতিলেবুর খোসা ও চন্দন গুঁড়ো
পাতিলেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার পাত্রে চন্দন গুঁড়োনিন। তাতে পাতিলেবুর খোসা গুঁড়ো দিন। এবার জল দিয়ে প্যাক বানান। প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই বিশেষ টিপস।
