- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Skincare Tips: এই ফলের খোসা ব্যবহার করলেই নিমেষে দূর হবে আঁচিল, রইল টিপস
Skincare Tips: এই ফলের খোসা ব্যবহার করলেই নিমেষে দূর হবে আঁচিল, রইল টিপস
Skincare Tips: 'কলা' দুই অক্ষরের এই ছোট্ট ফলের স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি ত্বকের যত্নেও রয়েছে দারুন ভূমিকা। কলা ব্যবহার করেই করতে পারেন ত্বকের কঠিন সমস্যার সমাধান। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আঁচিলে উপকারি কলা
আঁচিল কোনও বড় রোগ না হলেও এটি এমন একটি জিনিস যার কারণে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়। আঁচিল আমাদের শরীরে যে কোনও জায়গায় যেমন ধরুন, মুখ, ঘাড়, হাত, হাঁটুতে হতে পারে।
আঁচিল কেন হয়?
আঁচিল আদতে বড় কোনও রোগ না হলেও এটি সাধারণত হিউম্যান প্য়াপিলোমা ভাইরাসের কারণে তৈরি হয়। শরীরের বিভিন্ন অংশে এটি দেখা দিতে পারে।
আঁচিলে মুশকিল আসান কলা
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেহের যে কোনও অংশে আঁচিল সারাতে কলার খোসার ভূমিকা অনেকখানি। অনেকেই কলা খেয়ে খোসা ফেলে দেন। কিন্তু এতেও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুন। যা আঁচিলের মতোন সমস্য়া সমাধানে কার্যকরী।
আঁচিল তুললে বিপদ
অনেকেই চিকিৎসকের পরামর্শ না মেনে আঁচিল তুলে ফেলার চেষ্টা করেন। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি বৈকি কম নয়। অনেক সময় আঁচিল তুলে ফেললে বা কেটে ফেললে ফোঁড়ার মতোন ফুলে যায় বা নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
ঘরোয়া প্রতিকারে সমস্যার সমাধান
আয়ুর্বেদিক বা ঘরোয়া টোটকা ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর এতে দারুণ কাজের হতে পারে কলার খোসা। কারণ, খাওয়ার পর সাধারণত আমরা কলার খোসা ফেলে দিই। কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। যা আঁচিল দূর করতে কার্যকরী।
কীভাবে ব্যবহার করবেন?
একটি কলার খোসার ভেতরের অংশ আঁচিলের উপর কেটে লাগান। কলার খোসা টেপ দিয়ে আটকে দিন, যাতে এটি সরে না যায়। সারারাত রেখে দিন এবং সকালে সরিয়ে ফেলুন।
কলার খোসার পেস্ট ব্যবহার করুন
আঁচিল না যাওয়া পর্যন্ত এটি প্রতিদিন ব্যবহার করুন। অন্য একটি পদ্ধতি হল, কলার খোসার পেস্ট তৈরি করে আঁচিলের উপর লাগিয়ে সারা রাত রেখে দেওয়া। এতেও মিলবে সুফল।
একদিনেই আঁচিল থেকে মুক্তি
এছাড়াও আমলবেত পাতা বা পেঁয়াজের রস ব্যবহার করেও এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। তবে কলার খোসা ব্যবহার করলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

