- Home
- Lifestyle
- Fashion and Beauty
- শীতের সময় পা ফাটার সমস্যায় জেরবার? এই তিন উপায় দূর হবে পা ফাটার সমস্যা, জেনে নিন কী করবেন
শীতের সময় পা ফাটার সমস্যায় জেরবার? এই তিন উপায় দূর হবে পা ফাটার সমস্যা, জেনে নিন কী করবেন
শীতকালে পা ফাটার সমস্যা একটি সাধারণ বিষয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ক্রিম ব্যবহার করেন, কিন্তু ঘরোয়া উপায়েও এর সমাধান সম্ভব। কলা, মধু এবং মাউথ ওয়াশের মতো সহজলভ্য উপাদান ব্যবহার করে ফাটা গোড়ালির যত্ন নেওয়া যায়।

শীত মানে হাজারও সমস্যা। এই সময় ত্বকে রুক্ষ্ম ভাব, চুলকানি থেকে শুরু করে নানান সমস্যা দেখা যায়। চুল নিয়েও দেখা যায় সমস্যা। এই সময় চুল পড়া, রুক্ষ্ম চুল থেকে শুরু করে খুশকির সমস্যা দেখা যায়। এরই সঙ্গে এই সময় পা ফাটার সমস্যা দেখা যায়।
শীতে অধিকাংশই পা ফাটার সমস্যা ভুগে থাকেন। আজ রইল বিশেষ টিপস। শীতের সময় যারা পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানান ক্রিম লাগান। এর দ্বারা অনেকে উপকার পান আবার কেউ কেউ পান না। আজ রইল বিশেষ টিপস। জেনে নিন কোন উপায় মিলবে উপকার।
কলা
কলা লাগালে পা ফাটার সমস্যা দূর হয়। সবার আগে পা ভালো করে পরিষ্কার করে নিন। ফাটার জায়গা পরিষ্কার করুন। এবার ভালো করে মুছে নিন। অন্যদিকে, কলা ভালো করে চটকে নিন। এবার তা পায়ে লাগান। মিনিট ১৫ রেখে পা পরিষ্কার করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
মধু
পা ফাটার সমস্যা দূর হয় মধুর গুণে। এতে থাকা প্রাকৃতিক উপাদান পা ফাটার সমস্যা দূর হবে। পা ভালো করে পরিষ্কার করে নিন। পাত্রে জল নিন। তাতে শ্যাম্পু দিন অল্প পরিমাণ। এবার পা ঘষার ব্রাশ দিয়ে পা পরিষ্কার করে নিন। এবার ভালো করে মুছে নিন। একটি পাত্রে উষ্ক জল নিন। তাতে মেশান মধু। তুলোয় করে পা ফাটার জায়গায় দিন। ২০ মিনিট রেখে পা পরিষ্কার করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহারে মিলবে উপকার।
মাউথ ওয়াশ
ফাটা পায়ের সমস্যা মুহূর্তে দূর হবে মাউথ ওয়াশের গুণে। পা প্রথমে পরিষ্কার করে নিন। ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিন। এবার তা মুছে নিন। পাত্রে পরিমাণ মতো জল দিন। তাতে মেশান মাউথ ওয়াশ। এবার তা পায়ে ডুবিয়ে দিন। কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। তারপর পা পরিষ্কার করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

