শুধু বাগান নয়, চুলের পরিচর্যাতেও ব্যবহার করুন বসন্তের ফুল। জবা, গাঁদা, নয়নতারা ফুলের উপকারিতা জেনে নিন।
গাঁদা - নয়নতারার মতো ফুলও শোভা বাড়াবে আপনার চুলের। বসন্তে ফোটা সমস্ত ফুলই পরিচর্যা করবে আপনার রুক্ষ শুস্ক চুলের। শীতর শুস্কতায় ঠিক যতটা চুলের ক্ষতি হয়েছে বসন্তে সবটা ক্ষতিপূরণ করবে আপনার বাগানে ফোটা ফুল।
বসন্তে রকমারি ফুলের উপকারিতা
জবা : জবাফুল কিন্তু হালে চুলের পরিচর্যায় ব্যবহার হয়না। যোগ যোগ আগে থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হতো। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড, চুলের জরুরি উপাদান কেরাটিন নামক প্রোটিনের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন ই এবং সি পাওয়া যায় জবাফুলে। চুলের বেড়ে ওঠা, ঘনত্ব বৃদ্ধি ও গোড়া মজবুত করে।
চুল ঝরা, পাকা চুল, চুলের ভাঙ্গন, ও চেড়া চুল হ্রাস করে। স্ক্যাল্প ভালো রাখে ফলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মজবুত থাকে।
গাঁদা : খুশকি কমাতে ফুলেদের মধ্যে গাঁদা ফুলের টেক্কা কেউ দিতে পারবে না। গাঁদায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য স্ক্যাল্পের লাল ফোলা ভাব, শুস্কতা, খুশকি, চুলকানি কম করে। চুলের জন্য কোলাজেন উৎপাদনে সাহায্য করে রুক্ষ চুলকে হাসি খুশি, নরম ও জেল্লাদার করে গাঁদার নির্যাস।
নয়নতারা : নয়নতারা ফুলের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা মাথার ত্বকের খুশকি এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। সেই সঙ্গে চুলের যত্নে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল লম্বা, ঘন এবং মজবুত করতে সাহায্য করে।
কোন ফুল কীভাবে ব্যবহার করবেন?
১. তাজা জবাফুলের পাঁপড়ি, পাতা বেটে দইয়ের সাথে মিশিয়ে তৈরী করুন হেয়ার মাস্ক। চুল এবং স্ক্যাল্পে প্রয়োগ করুন। প্রায় 30 মিনিটের জন্য রেখে দিন।
১ কাপ নারকেল তেল গরম করে ১ টা গোটা জবা ২টো পাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার ঢাকা দিয়ে রেখে ঠান্ডা হলে ছেঁকে নিন সেই তেল। সপ্তাহে ৩ দিন মাথায় ম্যাসাজ করুন, কমপক্ষে 20 মিনিটের জন্য রেখে দিন এবং তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
২. গাঁদা ফুলের পাপড়ি দু কাপ গরম জলে ফুটিয়ে নিয়ে তাতে নিম তেল ও টি ট্রি অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে স্প্রে করতে পারেন খুশকির সমস্যা দূর করতে।
গাঁদা ফুলের পাঁপড়ি বৃন্ত থেকে আলাদা করে গ্রো করা তেলে ফুটিয়ে নিন। রেখে দিয়ে কিছু দিন পর পর সেই তেল মাথায় ব্যবহার করতে পারেন।
কলা ও মেথি গুঁড়োর সঙ্গে গাঁদা ফুলের পাপড়ি পিষে নিয়ে তাতে বাদাম তেল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট শুকিয়ে গেলে রেখে শ্যাম্পু করে ধুঁয়ে ফেলুন। চুল ভালো থাকবে।
৩. নয়নতারা ফুল চুলে ব্যবহার করতে ফুল ও নিম পাতা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারেন। এছাড়াও, এতে নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং লেবুর রস একসাথে করে চুলে মাখলে চুলের জন্য টা অত্যন্ত উপকারী হতে পারে।
