সংক্ষিপ্ত

গরমে চোখের মেকআপ বলতে সবার আগে আসে কাজল। শুধু মাত্র গাঢ় কাজল দিয়ে পুরো সাজ বদল করা সম্ভব। তবে, এই গরমে কাজল লাগাতে অনেকেই ভয় পান। সহজেই কাজল ঘেঁটে যায়। এবার কাজল ব্যবহারের আগে মেনে চলুন এই বিশেষ টোটকা। 

ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ। তাপমাত্রা ছুঁয়ে গিয়েছে ৪০-এর কোটায়। তাই বলে বাদ যাচ্ছে না অফিস কাছারি কিংবা অনুষ্ঠান বাড়ি। গরম যতই হোক সবই করতে হবে। গরমে নিজেকে সুন্দর দেখানোটাও মাস্ট। এই সময় বিশেষ নজর দিন চোখের মেকআপে। গরমে চোখের মেকআপ বলতে সবার আগে আসে কাজল। শুধু মাত্র গাঢ় কাজল দিয়ে পুরো সাজ বদল করা সম্ভব। তবে, এই গরমে কাজল লাগাতে অনেকেই ভয় পান। সহজেই কাজল ঘেঁটে যায়। এবার কাজল ব্যবহারের আগে মেনে চলুন এই বিশেষ টোটকা। 

গ্লিটার ও সিমার কাজল পেনসিল ব্যবহার করবেন না। গরমে এই দুই ধরনের কাজল পেনসিল ব্যবহারে চোখে চকচকে ভাব আসে। সে কারণে গরমে এই দুই ধরনের কাজল ব্যবহার না করাই ভালো। 

গরমে চোখ সাজাতে কালোর বদলে বাদামী রঙের কাজল ব্যবহার করুন। এই শোডগুলোতে চোখ বড় দেখায়। সঙ্গে চকচকে ভাব বোঝা যায় না। একটা সুদিং আই মেকআপের এফেক্ট আসে। তাই চোখের সৌন্দর্য বজায় রাখতে গরমে বেছে নিন এই দুই রঙের কাজল।    

ন্যাচারাল ও অরগ্যানিক কাজল লাগান গরমে। এতে চোখের যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। গরমে অনেকেরই চোখে চুলকানি, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। ন্যাচারাল ও অরগ্যানিক কাজল ব্যবহারে এমন সমস্যা ভুলেও আপনাকে ছুঁতে পারবে না।   

ভালো মানের কাজল ব্যবহার করবেন সব সময়। সস্তার কাজল চোখের সমস্যা তৈরি করে। চোখে সব সময় দামি ও সঠিক প্রোডাক্ট ব্যবহার করবেন। তা না বলে সমস্যায় পড়তে পারেন। চোখ রক্ষা করতে মেনে চলুন এই টোটকা।  

শ্যাডো লাগিয়ে নিন কাজল ব্যবহারের পরে।  গরমে অধিকাংশরই চোখের কাজল ঘেঁটে যায়। যতই দামি কাজল ব্যবহার করুন না কেন, ঘামের জন্য এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে কাজল লাগানোর পর, সরু তুলির সাহায্যে চোখের তলার অংশে হালকা করে শ্যাডো লাগিয়ে নিন। কাজলের ঘা ঘেঁষে শ্যাডো লাগাবেন। এতে তা সহজে ঘেঁটে যাবে না। তাই চোখ সুন্দর করতে অবশ্যই মেনে চলুন এই টোটকা। কাজল ব্যবহার করার ক্ষেত্রে এই কয়টি টোটকা অবশ্যই মেনে চলুন। তা না হলে ভেস্তে যেতে পারে চোখের সাজ। চোখ সুন্দর হবে এই সহজ উপায়।  

আরও পড়ুন- গরমে শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না, ত্বক ও চুল সুন্দর থাকবে এই পাঁচ উপায়

আরও পড়ুন- গরমে শিশুদের জন্য সবচেয়ে ভালো এই ৫ পানীয়, কখনও শরীরে হবে না জলের অভাব

আরও পড়ুন- 'কোকেন ফিরিয়ে আনতে, আমি এবার কোকোকলা কিনব', এলন মাস্কের টুইট ঘিরে জল্পনা তুঙ্গে