সংক্ষিপ্ত
- নিজেকে সুন্দর রাখতে যত্ন নিতে হয় পুরো শরীরের
- মুখের সঙ্গে সঠিকভাবে হাতের যত্ন নেওয়াও প্রয়োজন
- হাতের ত্বকই সহজেই রুক্ষ হয়ে বয়সের ছাপ পড়ে
- সূর্যের অতিরিক্ত তাপের ফলে ত্বক দুর্বল হয়ে পড়ে
সৌন্দর্য শুধু মুখের নয়, নিজেকে সুন্দর রাখতে যত্ন নিতে হয় পুরো শরীরের। ঠিক সেভাবেই বয়েসের ছাপ যেমন মুখে পড়ে সবার আগে, সেভাবেই হাতেও বয়সের ছাপ পড়ে সবার আগে। নিজেকে সুন্দর করে তুলতে মুখকে শুধু গুরুত্ব দিলে চলে না। মুখের সৌন্দর্য বজায় রাখার জন্য বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। তাই মুখের সঙ্গে সঠিকভাবে হাতের যত্ন নেওয়াও প্রয়োজন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হাতের ত্বকের যত্ন আমরা সে ভাবে নজর দিই না। অথচ হাতের ত্বকই সহজেই রুক্ষ হয়ে বয়সের ছাপ পড়ে। জেনে নিন কীভাবে হাতের যত্ন নেবেন-
আরও পড়ুন- আর মাত্র ১ দিন, তারপরেই ব্লক হয়ে যেতে পারে এই ডেবিট কার্ডগুলি
সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে মুখের থেকেও বেশি ট্যান পড়ে হাতে। সূর্যের অতিরিক্ত তাপের ফলে ত্বক দুর্বল হয়ে পড়ে। তাই বাইরে বেরনোর আগে মুখের ত্বকের পাশাপাশি যত্ন নিন হাতেরও। শীতকালেও হাতের ত্বক রক্ষা করার জন্য ব্যবহার করুন সানস্ক্রিন। হাতে বেশি ক্ষারযুক্ত প্রোডাক্ট একদমই ব্যবহার করবেন না। প্রয়োজনে বেবি প্রোডাক্ট ব্যবহার করুন। ঘরের কাজ করার সময় ডিশ ওয়াসার বা ডিটার্জেন্ট লেগে হাতের ত্বকের ক্ষতি হয়। সেক্ষেত্রে ঘরোয়া কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন।
আরও পড়ুন- থাইরয়েডের সমস্যা রয়েছে, মুক্তি পেতে মাথায় রাখুন এই বিষয়গুলি
হাতের ত্বক হাইড্রেটেড রাখতে প্রতিদিন পরিস্কার রাখুন। স্নানের পরে ভালো ময়েশ্চরাইজার ব্যবহার করুন। সে-ক্ষেত্রে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। কাজ সেরে যতবার হাত পরিস্কার করবেন বা সাবান দিয়ে হাত ধোবেন তারপরেই ময়েশ্চরাইজার লাগান। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি যত্ন নিন হাতেরও। নিয়মিত ঘুমনোর আগে হাতেও ময়েশ্চরাইজার বা নাইট ক্রীম ব্যবহার করুন। নিয়ম করে ম্যানিকিওর করুন।