কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই টিকা স্তন, মুখ ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কাজে আসবে । মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে আয়ুষ বিভাগ রয়েছে। এমন ১২,৫০০ স্বাস্থ্য সুবিধা কেন্দ্র দেশে রয়েছে । সরকার এই সংখ্যা আরও বাড়াবে আগামী দিনে । 

ক্যান্সার চিকিৎসায় এবার বড় ঘোষণা ভারতে। মহিলাদের ক্যান্সার প্রতিরোধে বাজারে আসছে ভ্যাকসিন । ভারতের বাজারের কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে এই টিকা। জানেন কি, কারা পাবেন এই ভ্যাকসিন? কী জানিয়েছে কেন্দ্রীয় সরকার জানুন..

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব ক্যান্সার টিকাকরণ নিয়ে জানিয়েছেন, ক্যান্সার প্রতিরোধের জন্য টিকা আনতে চলেছে সরকার। আশা করা হচ্ছে এই ভ্যাকসিন তৈরি হবে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে। প্রাথমিকভাবে ৯-১৬ বছরের বয়সী মেয়েরা নিতে পারবে এই টিকা । কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী এবিষয়ে আরও জানিয়েছেন, এখন ট্রায়াল চলছে, প্রায় শেষের পথে ভ্যাকসিন গবেষণা ।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে দেশে। এই সমস্যার সমাধানের জন্য এগিয়েছে কেন্দ্রীয় সরকার । এখন হাসপাতালে স্ক্রিনিং করা হবে ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের। পরে ডে-কেয়ার ক্যান্সার কেন্দ্র তৈরি করার ভাবনা রয়েছে সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ছাড় দেওয়া হয়েছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্কতে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই টিকা স্তন, মুখ ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কাজে আসবে । মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে আয়ুষ বিভাগ রয়েছে। এমন ১২,৫০০ স্বাস্থ্য সুবিধা কেন্দ্র দেশে রয়েছে । সরকার এই সংখ্যা আরও বাড়াবে আগামী দিনে । জানা গিয়েছে, ক্যান্সার ভ্যাকসিনের লক্ষ্য শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারকে রুখে দেওয়া।

ক্যান্সারের সূত্রপাত রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে প্রিভেন্টিভ ভ্যাকসিনগুলি । যেখানে ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় থেরাপিউটিক ভ্যাকসিনগুলি। এটি মূলত, টিউমারের আকার ছোট করে এবং অন্য কোথাও তা ছড়িয়ে পড়তে দেয় না। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ক্যান্সারের ভ্যাকসিনগুলি গঠনমূলক পর্যায়ে রয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন , প্রভাব রুখতে এই টিকা মহিলাদের জন্য আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।