Indian AI Technology: চোখ দেখেই ধরা যাবে ডায়াবিটিস। রেটিনার ছবি তুলে তা বুঝে ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন গবেষণা শুরু হয়েছে এ দেশে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Indian AI Technology: ভারতের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে চোখের রেটিনার ছবি বিশ্লেষণ করে ডায়াবেটিস শনাক্ত করার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। যার ফলে আঙুলে সুচ ফুটিয়ে রক্ত পরীক্ষার প্রয়োজন নেই। এই প্রযুক্তিটি চোখের রেটিনাল স্ক্যান ব্যবহার করে ডায়াবেটিসজনিত চোখের ক্ষতি দ্রুত ধরতে সক্ষম যা ডায়াবেটিস স্ক্রিনিংয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
মেঙ্গালুরুর ইয়েনেপোয়া ইউনিভার্সিটি, মাদ্রাজ ডায়াবিটিস রিসার্চ ফাউন্ডেশন (এমডিআরএফ) ও আমেরিকার ইমোরি ইউনিভার্সিটির গবেষকেরা ডায়াবিটিস নির্ণয় করার নতুন পদ্ধতিটি নিয়ে গবেষণা করছেন। এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে ‘ডায়াবিটিস টেকনোলজি অ্যান্ড থেরাপিউটিক্স’ জার্নালে। গবেষকেরা জানিয়েছেন, ডায়াবিটিস রোগীর রেটিনা আর সুস্থ মানুষের রেটিনায় কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। চোখের ভিতরের শিরা-উপশিরায় যে বদলগুলি ঘটে, সেগুলি সাধারণ চক্ষু পরীক্ষায় ধরা না-ও পড়তে পারে। সেই কাজটিই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার অ্যালগরিদমে ধরা পড়বে রেটিনায় কী কী বদল এসেছে। তা দেখেই ডায়াবিটিস যেমন চিহ্নিত করা যাবে, তেমনই রক্তে শর্করার মাত্রা কী ভাবে ওঠানামা করবে, তাকে নিয়ন্ত্রণের উপায় কী হবে, সে পদ্ধতিও জানা যাবে।
নয়া এই প্রযুক্তির কার্য পদ্ধতি:-
* কার্যপদ্ধতি: রেটিনার ছবি বা চোখের ছবি এআই মডেলে ইনপুট হিসেবে দেওয়া হয়।
* ডায়াগনস্টিক ভিত্তি: এআই রেটিনার রক্তনালী এবং টিস্যুর পরিবর্তনের সূক্ষ্ম লক্ষণগুলো বিশ্লেষণ করে, যা ডায়াবেটিসের কারণে চোখের ক্ষতি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নির্দেশ করে।
* সুবিধা: আঙুলে সুচ ফুটিয়ে রক্তে শর্করার মাত্রা দেখার প্রথাগত পদ্ধতির তুলনায় এটি সম্পূর্ণ যন্ত্রণাহীন এবং দ্রুত।
* তাৎপর্য: এটি ডায়াবেটিস রোগীদের প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং চিকিৎসার সুবিধার্থে বড় ভূমিকা পালন করবে, বিশেষ করে যেখানে ল্যাবরেটরি বা রক্ত পরীক্ষার সুযোগ কম।
এই উদ্ভাবন ভবিষ্যতে ডায়াবেটিস নির্ণয়কে আরও সহজ ও অ্যাক্সেসযোগ্য করে তুলবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


