সংক্ষিপ্ত
বিশ্বজুড়ে একাকী মহিলাদের মধ্যে সেক্স টয়ের ব্যবহার বাড়ছে। গত দেড় দশকে সেক্স টয়ের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। একইসঙ্গে মহিলাদের মধ্যে রোগও বাড়ছে।
সেক্স টয় ব্যবহারের মাধ্যমে একাকী মহিলারা যৌনসুখ পাচ্ছেন বটে, কিন্তু এর ফলে তাঁদের মধ্যে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। সারা বিশ্বে মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা। তাঁদের মতে, সেক্স টয় ব্যবহারের বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। না হলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যেতে পারে। সেক্স টয় ব্যবহার করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্ত ব্যক্তিগত। কিন্তু শারীরিক সমস্যার বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া কোনও সময়েই কাম্য নয়। এই কারণেই সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।
সেক্স টয় ব্যবহারের বিপদ
সরা বিশ্বের মতোই ভারতেও একাকী মহিলাদের মধ্যে সেক্স টয়ের ব্যবহার বাড়ছে। কিন্তু সবাই সেক্স টয় ব্যবহারের ঝুঁকির বিষয়ে সতর্ক নন। এই কারণেই নানা ধরনের রোগ বাড়ছে। চিকিৎসকদের মতে, সব সংস্থার সেক্স টয়ই শরীরের পক্ষে ভালো নয়। বুঝে-শুনে সেক্স টয় কেনা উচিত। নিম্নমানের সামগ্রী কিনলে সমস্যায় পড়তে হতে পারে। ভালোমানের সেক্স টয় ছাড়া ব্যবহার করা উচিত নয়। একইসঙ্গে সেক্স টয়ের যত্নও নিতে হবে। প্রতিবার ব্যবহারের পর সেক্স টয় ভালোভাবে পরিষ্কার করতে হবে। না হলে শরীরে বাসা বাঁধতে পারে রোগ।
সেক্স টয় ব্যবহারে কী সতর্কতা প্রয়োজন?
চিকিৎসকদের মতে, সেক্স টয় ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্কতা প্রয়োজন। ভালোমানের সেক্স টয় ছাড়া অন্য কোনও সামগ্রী কেনা উচিত নয়। গুণমান বিচার করে তবেই সেক্স টয় কেনা উচিত। সেক্স টয় সাধারণত প্লাস্টিকের তৈরি হয়। এই ধরনের সেক্স টয় থেকে নানা ধরনের জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এই কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। সেক্স টয় যাতে কোনওভাবে শিশুদের হাতে গিয়ে না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। অনেক সময় দম্পতিরা একসঙ্গে সেক্স টয় ব্যবহার করেন। এক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই কারণে ব্যবহার করার পর সেক্স টয় ভালোভাবে পরিষ্কার করা উচিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বডি ম্যাসেজ সরঞ্জামগুলিকে সেক্স টয় হিসাবে বিবেচনা করা যাবে না: বম্বে হাইকোর্ট
যৌনতৃপ্তি মেটাতে 'সেক্স টয়' ব্যবহার করছেন, অজান্তেই শরীরের কোনও ক্ষতি করছেন না তো?
'সেক্স টয়' দিয়ে যৌনখিদে মেটাচ্ছেন, অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো? জেনে নিন