- Home
- Lifestyle
- Health
- ই-সিগারেট কী? কতটা বিপদ লুকিয়ে রয়েছে? E-Cigarette নিয়েই সংসদে বিতর্ক তৃণমূল-বিজেপির
ই-সিগারেট কী? কতটা বিপদ লুকিয়ে রয়েছে? E-Cigarette নিয়েই সংসদে বিতর্ক তৃণমূল-বিজেপির
ই-সিগারেট একই সঙ্গে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। তাই ই-সিগারেট অত্যন্ত ক্ষতিকর বিষয়। কিন্তু কী এই ই-সিগারেট? এটি কতটা ক্ষতি করে? একই সঙ্গে জানুন এটি কীভাবে ব্যবহার করা হয়?

ই-সিগারেট বিতর্ক
সম্প্রতি জাতীয় স্তরে চর্চার অন্যতম বিষয় হল ই-সিগারেট। কারণ তৃণমূল কংগ্রেসের এক সাংসদ সংসদ চত্ত্বরে ই-সিগারেট ব্যবহার করেছিল। যার তীব্র বিরোধিতা করে বিজেপির সাংসদরা। বিজেপি সাংসদরের বক্তব্য হল ই-সিগারেট একই সঙ্গে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। তাই ই-সিগারেট অত্যন্ত ক্ষতিকর বিষয়। কিন্তু কী এই ই-সিগারেট? এটি কতটা ক্ষতি করে? একই সঙ্গে জানুন এটি কীভাবে ব্যবহার করা হয়?
ই-সিগারেট কী?
ই-সিগারেট হল একটি ব্যাটারি চালিত যন্ত্র। যা তরল পদার্থকে গরম করে। এটি ধোঁয়ার বদল বাষ্প তৈরি করে। ব্যবহারকারীরার সেই বাষ্পই সেবন করেন। যা তামাকের ধোঁয়ার মত। তবে এটি যে জলীয় বাষ্প নির্গত করে তা বাষ্প নয়, এতে নিকোটিন , রাসায়নিক ও ফ্লেভার থাকে।
ব্যবহারের কারণ
বিশেষজ্ঞদের কথায় অনেকেই ধূমপানের অভ্যাস ছাড়ার জন্য ই-সিগারেট ব্যবহার করেন। কিন্তু এটি ধূমপান ছাড়াতে পারে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ই-সিগারেট প্রচলিত সিগারেটের মতই ক্ষতিকর। বিশ্বজুড়ে এটির ব্যবহার বাড়ছে।
ই-সিগারেটের জনপ্রিয়তা
সম্প্রতি ই-সিগারেটের জনপ্রিয়তা বাড়ছে। বিক্রির জন্য একাধিক মার্কেটিং সংস্থা এটিকে সাধারণ ধূমপানের বিকল্প ও কম ক্ষতিকর বলে দাবি করা হয়। এটি নতুন আসক্তি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ বিশেষজ্ঞরা ই-সিগারেটের ক্ষতি নিয়ে রীতমত উদ্বেগ প্রকাশ করেছেন।
ই-সিগারেটের বিপদ
ই-সিগারেট অত্যন্ত ক্ষতিকর। এটি নিকোটিনে আসক্তি বাড়ায়। বিশেষজ্ঞদের কথায় ই-সিগারেট নিকোটিনের প্রতি আসক্তি বাড়ায়। এর ভ্যাপিং হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়া। যা ফুসফুসের ক্ষতি করে। হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞদের কথায় সাধারণ ই-সিগারেটে প্রচুর পরিমাণ ক্ষতিকর রাসায়নিক থাকে। তাই এটি সাধারণ সিগারেটের বিকল্প কখনই হতে পারে না।
বিষাক্ত পদার্থ
সাধারণ সিগারেটের তুলনায় ই-সিগারেটে প্রচুর পরিমাণে ক্ষতিকর পদার্থ থাকে। ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড -এর ক্ষতিকর পদার্থ থাকে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

