- Home
- Lifestyle
- Health
- বদহজমের সমস্যা থেকে স্নায়বিক গোলযোগ! এই একটি পাতা চিবিয়ে খেলেই সব সমস্যার মুশকিল আসান
বদহজমের সমস্যা থেকে স্নায়বিক গোলযোগ! এই একটি পাতা চিবিয়ে খেলেই সব সমস্যার মুশকিল আসান
Health Benefit Of Betel Leaves: যে কোনও খাবার খাওয়ার পরই গ্যাস-অম্বল, হজমের সমস্যায় ভুগছেন? এই একটা পাতাতেই কাজ করবে অব্যর্থ ওষুধের মতো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পান পাতার উপকারিতা
হিন্দু ধর্মে পান পাতা অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। এটি যেমন পুজোর কাজে ব্যবহার করা হয় তেমনই সেই রাজা-মহারাজের যুগ থেকে পান পাতার খাওয়ার চল রয়েছে। পান সুপারি আর খয়ের মিশিয়ে এই পাতা খেলে হজমের দারুণ ওষুধ হিসেবে কাজ করে। পান পাতার এত গুণ রয়েছে যে এটি মানুষের দেহে স্নায়বিক সমস্যা দূর করে।। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে পান পাতা খুবই উপকারি।
হজম ক্ষমতা উন্নত করে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পান পাতা ক্ষারীয় গুণ সমৃদ্ধ হওয়ায় এটি হজমের ভালো কাজ করে। এটি খেলে শরীরে উপস্থিত অ্যাসিডিক বিষ নিস্ক্রিয় হয়। পান পাতা সাপের বিষ নিস্ক্রিয় করতে পারে। খাওয়ার পর এই পাতা চিবিয়ে খেলে তা অমৃতের মতো কাজ করে।
স্নায়ুতন্ত্র ভালো রাখে পান পাতা
পান পাতা আমাদের স্নায়ু তন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। স্নায়ুর ফোলাভাব কমায় এই পাতা। এই পান পাতা সেবনে নার্ভাস সিস্টেমকে আরাম দেয়। এটি শরীরকে আরাম দেয় মানসিক শান্তিতে অগ্রণী ভূমিকা পালন করে।
পেটের ভারী ভাব কমে
খাওয়ার পর অনেকেরই পেট ভারী ভারী লাগে। তবে এর জন্য দারুণ উপকারি পান পাতা। পান পাতার সঙ্গে মৌরি, সুপারি মিশিয়ে খেলে বদহজমের সমস্যা দূর হয়। পেটের ফোলাভাব কমে। পেটের সমস্ত গ্যাস বের করে দিয়ে পেট হালকা করতে সাহায্য করে।
হজম সংক্রান্ত চিকিৎসায় পান পাতা
হজমের গোলমাল রুখতে পান পাতা দারুণ উপকারি। খাওয়ার পর পান পাতা খেলে হজম প্রক্রিয়া উন্নত হতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান থাকে যা হজম প্রক্রিয়া উদ্দীপিত হতে সাহায্। করে।

