সংক্ষিপ্ত

খোস, প্যাঁচড়া, চুলকানির সমস্যায় হোমিওপ্যাথি ওষুধের দ্বারা মুক্তি পাওয়া যায়। Graphites, Dolichos সহ একাধিক ওষুধ এই সমস্যা সমাধানে উপযোগী।

খোস, প্যাঁচড়া, চুলকানির মতো সমস্যায় ভোগেন অনেকে। জীবাণু সংক্রমণ থেকে এমন রোগ। আর নিত্যদিনের বাইরে বের হওয়ার কারণে ত্বকে জীবাণু সংক্রমণ হতেই পারে। এমন সমস্যা থেকে বাঁচতে পারেন হোমিওপ্যাথি ওষুধের দ্বারা। রইল কয়টি ওষুধের খোঁজ। জেনে নিন কোন উপায় মিলবে উপকার। তবে, অবশ্যই চিকিৎসকের পরমার্শ নিয়ে এমন ওষুধ ব্যবহার করবেন।

Graphites 200- হাতের চেটোর উল্টো পৃষ্টে একজিমা, চামড়া মোটা হয়, ফাটে, আঙ্গুলের চামড়া মোটা হয়, মুখে, কানের পেছনে, চোখের পাতায়, জননেন্দ্রিয়ে ফুস্কুড়ি কিংবা ঘায়ের মতো উদ্ভেদ, তা থেকে মধুর মতো চটচটে রস নিঃসরণ।

Dolichos 30- চামড়ায় কোন প্রকার উদ্ভেদ নেই অথচ ভয়ানক চুলকানি।

Psorinum 200- গায়ের চামড়া কোন প্রকার উদ্ভেদ নেই অথচা ভয়ানক চুলকানি।

Sulpher 6- গায়ের চামড়া দেখতে খুব কদাকার, গায়ের চামড়া দেখতে খুব কদাকার, অপরিস্কার। চুলকানি রাতে, গরমে ও স্নানে বাড়ে।

Kali Ars 30- কাপড় খুললেই চুলকানি, আঁশের মতো শল্ক ওঠে, পুরাতন একজিমা- গরমে চললে, কাপড় খুললে বাড়ে, সোরাসিস।

Sepia 200- স্ত্রীর জননেন্দ্রিয়ে ছোটো ছোটো ফুস্কুড়ি ও তাতে অসহনীয় চুলকানি।

Hepar sulph 200- অনেক সময় সন্ধস্থলে ও চামড়ার ভাঁজে রসপূর্ণ উদ্ভেদ ও তাতে অত্যন্ত দুর্গন্ধ ও চুলকানি হয়। গায়ে সামান্য আঁচড় লাগলেই পাকে ও পুঁজ হয়।

Anthrakokali 200- খোস, প্যাঁচড়ায় অত্যন্ত চুলকানি, ঠোঁট ও অন্য স্থানে ফাটা ক্ষত থেকে মুক্তি পাবেন এই ওষুধের গুণে।

Echinacea Q- খোস, প্যাঁচড়া, চুলকানির মতো চর্মরোগ থেকে মুক্তি দেয় Echinacea Q।

Urtic Urens 200-

আমবাত, চুলকানি, জ্বালা ও কাঁটাবেঁধার মতো বেদনা থেকে মুক্তি পেতে পারেন Urtic Urens 200 ওষুধ থেকে।

Acid Chryso 30- খোস, প্যাঁচড়া, দাদ, সোরসিস ও নিম্নাঙ্গের একজিমা থেকে মুক্তি দেয় Acid Chryso 30 ওষুধ।