Sinus Bacteria: চিকিৎসা বিজ্ঞানের উন্মুক্ত হলো নতুন দিগন্ত। এবার সাইনাস সারাতে আর মুঠো মুঠো ওষুধ খেতে হবে, যন্ত্রণা দূর করবে রোবটিক সেনা।
Sinus Bacteria: সাইনাস - একটি দীর্ঘমেয়াদি ও ভীষণ যন্ত্রণাদায়ক অসুখ। নাক বন্ধ, মাথাব্যথা, গলাব্যথা ও সর্দি-কাশিতে ভোগেন বহু মানুষ। সাধারণত ওষুধ খেয়ে এই সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখা হয়, কিন্তু স্থায়ীভাবে নিরাময় প্রায় অসম্ভব। তবে এবার চিকিৎসা বিজ্ঞানে এক চমকপ্রদ আবিষ্কার চিন ও হংকংয়ের গবেষকদের। ওষুধে নয়, সাইনাস মারবে রোবট।
চিনের গুয়াংসি ইউনিভার্সিটি ও চাইনিজ় ইউনিভার্সিটি অফ হংকংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, সর্দি-কাশি, গলাব্যথা, সাইনাস জনিত অসুখগুলি সারাতে রোবট সেনা তৈরি করা হয়েছে। এরাই ঝাঁকে ঝাঁকে শরীরে ঢুকে রোগ সারাবে। ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না।
কীভাবে কাজ করবে এই রোবটগুলি?
রোবট সেনার প্রতিটি রোবটের আকার মাত্র ২.৫ মাইক্রোমিটার। ধুলিকণার মতো ছোটো, খালি চোখে দেখা যাবে না। প্রতিটি রোবটের গায়ে থাকবে তামা ও চুম্বকীয় কণা, যা বাইরে থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তার জন্য বিশেষ রকম রিমোট ব্যবহার করবেন বিজ্ঞানীরা।
একটি বিশেষ টিউব বা চ্যানেলের মাধ্যমে রোবট নাসারন্ধ্র দিয়ে শরীরের সংক্রমিত স্থানে প্রবেশ করানো হবে। এর পর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলো ফেলা হবে রোবটগুলির উপরে। সেই ফাইবার ঢোকানো হবে ওই চ্যানেলের মাধ্যমে। জোরালো আলো ফেলে তাপমাত্রা বাড়িয়ে তোলা হবে রোবটগুলির। রোবট উত্তপ্ত হলেই সেগুলি জীবাণুদের উপর হামলা করবে। একে একে ধ্বংস করবে জীবাণুদের। কাজ হয়ে গেলে সেগুলি আবার নাক দিয়ে বার করে দেওয়া হবে।
এই রোবটিক চিকিৎসা কতটা নিরাপদ?
চিকিৎসক অংশুমান তালুকদার মনে করছেন, মাইক্রো-রোবট সত্যিই কার্যকরী কি না, তা বহু মানুষের উপর ট্রায়াল করে দেখা প্রয়োজন। রোবট নাক দিয়ে ঢুকলে এবং কাজের পরে সেগুলিকে বার করা না গেলে, তার কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা আগে দেখা উচিত। যদি একটিও রোবট শরীরে থেকে যায়, তা হলে বিপজ্জনক হয়ে উঠবে কি না, তার পরীক্ষাও প্রয়োজন।