সংক্ষিপ্ত

আপনি যদি কিডনি সংক্রান্ত কোনও রকম জটিলতায় আক্রান্ত হন তাহলে এমন রোগের উপসর্গ দেখা দিতে পারে আপনার শরীরে। জেনে নিন কখন সতর্ক হবেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অজান্তে শরীর বাঁধছে নানান রোগ। একের পর এক শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন প্রায় সকলে। কেউ আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিস কিংবা হরমোন জনিত সমস্যায়। তেমনই কারও শরীরে বাসা বাঁধছে হার্টের জটিলতা। তেমনই কিডনির সমস্যায় ভুগছেন অনেকেই। এই রোগে আক্রান্ত হলে তা ধীরে ধীরে প্রাণহানীর কারণ হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। আজ রইল কয়টি উপসর্গের কথা। আপনি যদি কিডনি সংক্রান্ত কোনও রকম জটিলতায় আক্রান্ত হন তাহলে এমন রোগের উপসর্গ দেখা দিতে পারে আপনার শরীরে। জেনে নিন কখন সতর্ক হবেন।

সারাক্ষণ ক্লান্তি ভাব

সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, সারাদিন ক্লান্ত লাগছে, সুযোগ পেলেই বিশ্রাম নিচ্ছেন- এমন লক্ষণ দেখা দিলে সতর্ক হন। সারাদিন বা সারাক্ষণ শরীরে এমন ক্লান্তি ভাব থাকা মোটেও ভালো নয়। কিডনির সমস্যা দেখা দিলে হতে পারে এমনটা।

অনিদ্রা

অনিদ্রা এই রোগের আরও এক লক্ষণ। রোজ যদি এমন সমস্যায় ভোগেন তাহলে ফেলে না রেখে চিকিৎসা করান। এই রোগ কঠিন আকার নিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হন।

ত্বকের সমস্যা

কিডনির রোগ শরীরে বাসা বাঁধতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ত্বকে রুক্ষ্ম ভাব, চুলকানি কিংবা ত্বকে ঘা-র মতো সমস্যা উপেক্ষা করবেন না। এটি কঠিন রোগের লক্ষণ। ত্বকে এমন সমস্যা দেখা দিলে সতর্ক হন।

প্রস্রাবে সমস্যা

প্রস্রাবে বেগ না আসা, স্বাভাবিকের তুলনায় বেশিবার মূত্রত্যাগের সমস্যা দেখা দিলে তা উপেক্ষা না করাই ভালো। এমন সমস্যা কিডনি রোগের লক্ষণ। সময় থাকতে সতর্ক হন।

পা ফুলে যাওয়া

যদি হঠাৎ করে খেয়াল করেন আপনার পা ফুলে যাচ্ছে তাহলে চিকিৎসকের পরমার্শ নিন। কিডনির রোগ দেখা দিলে হয় এমনটা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

super Fruit oranges: শীতকালে নিয়মিত খান কমলালেবু, ওজন কমায় - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বাইরে রোদের দেখা নেই, জামা কাপড় শুকোচ্ছে না? এই কয়েকটা ঘরোয়া উপায়ে মিলবে সমাধান