Sacred Tree: পলাশের এই গুণে বাড়বে ত্বকের জেল্লা, এক ক্লিকে জানুন এর উপকারিতা
গরমকালে বাঁকুড়া-পুরুলিয়া মানেই পলাশ ফুল। যেন বসন্তের আগমনী বার্তা দেয় আগুন রঙা পলাশ। এই সময় পলাশ ফুলে গোটা প্রকৃতিই যেন রেঙে ওঠে। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি সেজে ওঠে পলাশের সাজে। আর এই পলাশ ফুল শুধু যে প্রকৃতির সৌন্দর্য বাড়ায় তা নয়, জানুন গুন…

ওষুধের কাজ করে পলাশ ফুল
পলাশ ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না। এই ফুলেও রয়েছে বহু ঔষধি গুন। যা আমাদের শরীরেক নানা রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে। এক কথায় বলা যেতে পারে অব্যর্থ ওষুধের কাজ করে পলাশ।
ঘুমের সমস্যা দূর করে পলাশ ফুল
বসন্তের এই ফুল ঘুমের সমস্যা দূর করে। ২ চামচ পলাশ পাতার রস ৭-৮ চামচ জলের সঙ্গে মিশিয়ে সকাল বিকেল দু’বার করে ৩-৪ দিন খেলে ভালো ফল পাওয়া যাবে।
ত্বকের রোগ সারাতে পলাশ
গরমে অনেকেরই চর্মজনিত নানা সমস্যা রোগব্যাধি দেখা দেয়। এই সময় পলাশ ফুলের বীজ বাটা চর্মরোগ, যেমন, চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। পোকামাকড়ের কামড়ে পলাশ বীজ, আকন্দের আঠার সঙ্গে বেটে সেখানে লাগালে উপকার হয়।
মূত্রজনিত রোগ ভালো করতে পলাশের কুঁড়ি
যারা মূত্রজনিত সমস্যায় ভোগেন তাদের মূত্রজনিত রোগ ভালো করতে পলাশের কুঁড়ি দারুণ উপকারি। পলাশের কুঁড়ি শুকিয়ে গুঁড়ো করে ছেঁকে নিয়ে তার সঙ্গে আখের গুড় মিশিয়ে রোজ সকালে খেলে যে কোনও রকম মূত্রজনিত অসুখে সেরে যেতে পারে।
কৃমির হাত থেকে বাঁচায় পলাশ গাছ
পলাশ গাছের ছাল ডায়রিয়া রোধ করে। এর বীজ কৃমিনাশক। খিদে বাড়াতে পলাশের পাতা কার্যকরী। এক চা চামচ পলাশ পাতার রস ৭-৮ চা চামচ জলে মিশিয়ে সকাল-বিকেল খেলে পেটের অসুখ সেরে যায়।
শরীরে রক্ত পরিস্কার করতে পলাশ
রক্ত পরিষ্কার করতে পলাশের বাকল খুব কাজে দেয়। রক্তে দূষণ দূর হলে ত্বকের ব্রণ, ফুসকুড়ি এবং অ্যালার্জির সমস্যাও দূর হয়।
পলাশের রোগ প্রতিরোধ ক্ষমতা
পলাশ ফুল ভিটামিন সি, ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েডের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
হজম সংক্রান্ত সমস্যা সমাধান করে পলাশ ফুল
যারা হজমের সমস্যায় ভোগেন তাঁদের জন্য পলাশ দারুণ উপকারি। এই ফুল বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের মতো হজম সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করে।
মূত্রের উৎপাদনে সাহায্য করে পলাশ
যারা মূত্রের সমস্যায় ভোগেন পলাশ ফুল মূত্রবর্ধক কার্যকলাপের কারণে প্রস্রাবের উৎপাদন বাড়ায়। তাই এই ফুল মূত্রের রোগিদের জন্য অনেক উপকারি।
দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে পলাশ ফুল
পলাশ শুধু দেখতেই সুন্দর নয়, এই ফুলে ডিউরেসিস, সিরোসিস, গর্ভধারণ রোধ এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি-সহ নানা রোগের উপশম লুকিয়ে রয়েছে।

