- Home
- Lifestyle
- Health
- একটা সাবানেই সবাই স্নান করেন? এর ফলাফল মোটেও ভাল নয়, প্রাণ কেড়ে নিতে পারে এই অভ্যাস
একটা সাবানেই সবাই স্নান করেন? এর ফলাফল মোটেও ভাল নয়, প্রাণ কেড়ে নিতে পারে এই অভ্যাস
বাড়ির সবাই একটা সাবানেই স্নান করেন? এর ফলাফল মোটেও ভাল নয়
| Published : May 15 2024, 02:08 PM IST
- FB
- TW
- Linkdin
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
সাবানই কেড়ে নিতে প্রাণ! বাড়িতে একটাই সাবান দিয়ে সবাই স্নান করেন? ঘনিয়ে আসতে পারে মারাত্মক বিপদ। এক গবেষণা থেকে জানা গিয়েছে একটাই সাবান দিয়ে স্নান করলেই হতে পারে মারণ রোগ।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
সবাই কাছের লোক, নিজের লোক ভেবে একটা সাবানই ব্যবহার করা মোটেও স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
কিন্তু ঠিক কতটা ক্ষতি হতে পারে এই অভ্যাসে? গবেষণায় উঠে এসে বহু অজানা তথ্য যা জানলে রীতিমতো আঁতকে উঠবেন।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
আজকাল প্রায় অনেক বাড়িতেই একটাই সাবান সবাই গায়ে মাখার অভ্যাস রয়েছে। যেহেতু সবাই কাছের লোক তাই আর প্রত্যেকের জন্য আালাদা আলাদা সাবান আসে না। কিন্তু গবেষণা বলছে, এই সাবান থেকেই ছড়াতে পারে মারাত্মক রোগ-ব্যাধি।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চ ২০০৬ সালের একটি সমীক্ষা থেকে জানা যায় একটা সাবানে ৪-৫ ধরনের রোগ জীবানু পাওয়া গিয়েছে। এবং এই সাবানের মাধ্যমে রোগ জীবানু ছড়ানোর প্রবণতা বেশ অনেকটাই বেড়ে যায়।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
এছাড়াও ২০১৫ সালে আমেরিকার জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোলের আরও এক গবেষণায় অধিকাংশ গায়ে মাখা সাবানে মিলেছে জীবানুর খোঁজ। আমেরিকার জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোলের ঐ রিপোর্টেই বলা হয়, সাবানের গায়ে থাকা ব্যাকটেরিয়া খুব সহজেই অন্যের শরীরে ছড়িয়ে পড়ে।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
একসঙ্গে ব্যবহৃত সাবানের গায়ে ই-কোলি, সালমোনেলা, শিগেলার মতো ব্যাক্টেরিয়ার উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। সেই সঙ্গে নোরো ভাইরাস, রোটা ভাইরাসও পাওয়া গেছে সাবানের গায়ে।
একটাই সাবান সবাই মাখেন? ভুল করছেন
তাই একই সাবান ব্যবহার করলে সহজে একে অপরের মধ্যে রোগ আদান প্রদান হয়। এ ছাড়াও কারও গায়ে কাঁটা, ছেঁড়া আঁচড় থাকলে খুব সহজেই রোগের সংক্রমণ হওয়া সহজ।