সংক্ষিপ্ত

একটি গামলা বা বালতির মধ্যে পরিমাণ মতো জল ও ডিটারজেন্টের মিশ্রন তৈরি করে তার মধ্যে ফ্যানের ব্লেডগুলি বেশ কয়েকঘণ্টা ভিজিয়ে রাখুন। তবে সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে কখনোই ঝুঁকি নেওয়া চলবেনা। এক্ষেত্রে মই বা বড়ো টুল ব্যবহার করে সাবধানে করতে হবে কাজ। 

শীত (Winter) এখন প্রায় শেষের দিকে। এবার পাখার (Ceiling Fan) প্রয়োজন পড়বে। আর এতদিন না চালানোর ফলে পাখায় প্রচুর ধুলো জমে যায়। ফলে না পরিষ্কার করে কোনওভাবেই পাখা চালানো যায় না। তাই এখন থেকেই প্রায় সব বাড়িতেই পাখা পরিষ্কার করার ধুম পড়ে যায়। কিন্তু, অনেকেই পাখা পরিষ্কার করতে পারেন না। সেই কারণে তাঁরা লোক দিয়ে পাখা পরিষ্কার করান। আবার কেউ লোক না পেয়ে নিজেই কোনওরকমে পরিষ্কার (Clean) করে থাকেন।  

যাই হোক না কেন সেই ধুলো পরিষ্কার করা রীতিমতো কষ্টসাধ্য একটা বিষয়। আবার তা পরিষ্কার না করলেও সমস্যা, কারণ আসন্ন গরমকালে ধুলোর স্তর পরে যাওয়া ফ্যান চালাতে গেলেই তা থেকে নোংরা পরে অপরিস্কার হবে ঘর বা বিছানা কিংবা খাবারের ওপরেও তা পড়তে পারে।  আর এই সকল কারনেই সিলিং ফ্যান পরিষ্কার রাখা খুবই জরুরী। এক্ষেত্রে যদি আপনি কর্মব্যস্ত না হন বা বাড়িতে সাহায্য করার মতো অন্য কেউ থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সবথেকে ভালো কাজ হবে ফ্যানের ব্লেড গুলিকে খুলে নেওয়া। খুব সহজ উপায়ে নিজেই বাড়িতে ফ্যান পরিষ্কার করে নিতে পারেন। এতে দেখবেন কোনও সমস্যা হবে না। 

আরও পড়ুন- এক অনন্য উপায়ে আলিঙ্গন করুন আপনার ভালোবাসাকে, রইল হাগ ডে-র বিশেষ টিপস

একটি গামলা বা বালতির মধ্যে পরিমাণ মতো জল ও ডিটারজেন্টের মিশ্রন তৈরি করে তার মধ্যে ফ্যানের ব্লেডগুলি বেশ কয়েকঘণ্টা ভিজিয়ে রাখুন। তবে সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে কখনোই ঝুঁকি নেওয়া চলবেনা। এক্ষেত্রে মই বা বড়ো টুল ব্যবহার করে সাবধানে করতে হবে কাজ। তবে আপনি যদি একা একাই সিলিং ফ্যান পরিষ্কার করে নিতে চান সেক্ষেত্রে ব্যবহার করুন এই উপায়গুলি। 

আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

দেখে নিন নিয়মগুলি...  

  • প্রথমেই আপনার বিছানা টিকে পরিষ্কার রাখতে একটি চাদর তার উপর বিছিয়ে দিন। এর ফলে ফ্যান থেকে যদি নোংরা কোনওভাবে পড়ে তাহলে যেন সমস্যা না হয়। আর ফ্যান থেকে ময়লা পড়লেও তা পুরনো চাদরের উপর পড়বে ফলে আপনার বিছানার চাদর নষ্ট হবে না। সেটি পরিষ্কার থাকবে।
  • এরপর একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড গুলি। এক্ষেত্রে খুব বেশি চাপ না দিয়ে হালকা করে টেনে নিন ময়লা গুলি। চাপ দিয়ে করলে ব্লেড বেঁকে যেতে পারে। ফলে যখন পাখা চালাবেন তখন সমস্যা হবে।   
  • শুকনো কাপড় দিয়ে মোছার পর ব্লেডগুলিকে আরও ভালোভাবে পরিষ্কার করতে ভিজে কাপড় কিংবা ভিজে কাগজ নিন। কাগজ নিলে তাতে সামান্য পরিমাণ জল দিন। এরপর ওই ভিজে কাপড় বা কাগজ দিয়ে ভালো করে মুছে নিন ফ্যানের ব্লেডগুলি। 

আরও পড়ুন: শুধু পোষ্যকে আদর করলেই হবে না, নিতে হবে সঠিক যত্নও, পেট কেয়ার টিপসের খুঁটিনাটি

  • এছাড়াও আপনি সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন একটি পুরানো বালিশের কভার। এক্ষেত্রে বালিশের কভার টির মধ্যে ফ্যানের ব্লেড টি ঢুকিয়ে দিয়ে মুখ টি ভালো করে বেঁধে নিন। এবার উল্টো দিক ধরে আসতে আসতে টানলেই দেখা যাবে ব্লেড থেকে ময়লা সব বালিশের কভারে চলে আসবে। তাতে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না।  
  • ডিটারজেন্ট দিয়ে ফ্যান পরিষ্কার করতে হলে ফ্যানটিকে আরো ভালোভাবে পরিষ্কার করতে এবং উজ্জ্বল করে তুলতে ডিটারজেন্টের মধ্যেই মিশিয়ে নিতে পারেন অল্প কিছুটা খাওয়ার সোডা। এর ফলেও সহজেই পরিষ্কার হয়ে যাবে আপনার সিলিং ফ্যানটি। তবে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না, এতে অনেক সময় রং নষ্ট হয়ে যেতে পারে।