সংক্ষিপ্ত

রোজ ডে, প্রপোজ ডে, প্রমিস ডে, টেডি ডে সব পালন করা হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার পালা আলিঙ্গন দিবস পালনের। আজ মনের মানুষকে শুধু হাগ করলেই হল না, সঙ্গে দিনটি উদযাপন করুন বিশেষ ভাবে। এক অনন্য উপায় আলিঙ্গন করুন আপনার ভালোবাসাকে, রইল টোটকা। 

চলছে প্রেমের সপ্তাহ। রোজ ডে, প্রপোজ ডে, প্রমিস ডে, টেডি ডে সব পালন করা হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার পালা আলিঙ্গন দিবস পালনের। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentines Week)। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের আলিঙ্গন করে পালন করছে হাগ ডে।  আজ মনের মানুষকে শুধু হাগ করলেই হল না, সঙ্গে দিনটি উদযাপন করুন বিশেষ ভাবে। এক অনন্য উপায় আলিঙ্গন করুন আপনার ভালোবাসাকে, রইল টোটকা। 

টেডি আলিঙ্গন (Teddy Hug) করে চমকে দিতে পারেন মনের মানুষকে। এই আলিঙ্গনের মধ্যে দিয়ে তাকে জানান আপনার অনুভূতির কথা। বন্ধুদেরও টেডি আলিঙ্গন করা যায়। তাই এই প্রেম সপ্তাহে এখনও সিঙ্গেল থাকলে বন্ধুদের সঙ্গে টেডি আলিঙ্গন করে দিনটি পালন করুন। এই আলিঙ্গনকে সবচেয়ে শুদ্ধতম রূপ মনে করা হয়। যা আপনার যত্নশীন মানসিকতার পরিচয় দেয়।  
  
ভালোবাসার মানুষকে একট টাইট হাগ (Tight Hug) করে ফেলুন। তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অনুভব করান। এই প্রেমের সপ্তাহে এই টাইট হাগ দূর করবে আপনার সম্পর্কের সকল খারাপ লাগা। এমনকী, সকল ঘগড়া, অশান্তি দূর হবে এই হাগের মাধ্যমে। তবে, শুধু টাইট হাগ নয়, আজ তাকে একটা গোলাপ দিতে ভুলবেন না। এই উপহার অন্য মাত্রা যোগ করবে আপনার সম্পর্কে। 

মনে মনে তাকে পছন্দ করেন। আপনার প্রতি তার যে ভালোবাসা হয়েছে তা টের পেয়েছেন। কিন্তু, এখনও সেভাবে প্রেম শুরু হয়নি। এদিকে দুজনে খুব ভালো বন্ধু। আপনাদের সম্পর্কটা যদি প্রেম আর ভালবাসার মাঝখানে থাকে তাহলে সাইড হাগ (Side Hug) সেরা অপশন। এই বিষয়টি সে খারাপ ভাবে নেবে না। হাগ ডে পালন করতে চাইলে তাকে সাইড হাগ করে ফেলুন।  

সে আপনার জীবনে কতটা স্পেশ্যাল (Special) তা বোঝাতে চাইলে সারপ্রাইজ হাগ (Surprise Hug) করে ফেলুন। এই আলিঙ্গেনের মধ্যে দিয়ে আপনার ভালোবাসা, অনুভূতি ব্যক্ত করুন। তাকে পৃথিবীর সেরা মানুষ অনুভব করান। এর সঙ্গে উপহার (Gift) দিতে পারেন। সম্ভব হবে, আজ এই বিশেষ দিনে আংটি পরিয়ে দিন তার হাতে। ফুল আর আংটি (Ring) উপহার দিন তাকে। আজ কাস্টমাইজ রিং উপহার দিতে পারেন তাকে। 

আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

আরও পড়ুন: শুধু পোষ্যকে আদর করলেই হবে না, নিতে হবে সঠিক যত্নও, পেট কেয়ার টিপসের খুঁটিনাটি

আরও পড়ুন: সন্তান, বাবা-মা থেকে প্রেমিক, জেনে নিন জড়িয়ে ধরার ১০ অবিশ্বাস্য উপকারিতা