সংক্ষিপ্ত

ত্বকের অতিরিক্ত লোম, সব সময়ই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই লোম দূর করতে প্রতি মাসে পার্লার (Parlour) যাওয়া মাস্ট। এবার পার্লার না গিয়ে ঘরেই ওয়্যাক্স (Wax) করুন। রইল ঘরোয়া ওয়্যাক্সের হদিশ। জেনে নিন কী করে বানাবেন ওয়্যাক্স। জেনে নিন কীভাবে বানাবেন ঘরোয়া ওয়্যাক্স। 

ত্বকের অতিরিক্ত লোম, সব সময়ই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই লোম দূর করতে প্রতি মাসে পার্লার (Parlour) যাওয়া মাস্ট। মাস গেলে বাঁধা ধরা খরচ। আবার সব সময় যে পার্লার যাওয়া সম্ভব হয় এমন নয়। অনেক সময় হঠাৎ কোনও অনুষ্ঠান যাওয়ার কথা মাথায় এলে সমস্যা হয়ে যায়। এবার পার্লার না গিয়ে ঘরেই ওয়্যাক্স (Wax) করুন। রইল ঘরোয়া ওয়্যাক্সের হদিশ। জেনে নিন কী করে বানাবেন ওয়্যাক্স। জেনে নিন কীভাবে বানাবেন ঘরোয়া ওয়্যাক্স। এক নয়, রইল একাধিক ওয়্যাক্সের হদিশ।  

চিনি ও লেবুর রসে ওয়্যাক্স (Wax) বানাতে পারেন। এক কাপ ব্রাউন সুগার বা চিনি (Sugar) নিন। তাতে পাতিলেবুর রস (Lemon) ও ২ টেবিল চামচ জল দিন। গ্যাসে বসিয়ে গরম করুন। ১০ মিনিট পর্যন্ত ফোটাবেন। এবার এটি হাতে ও পায়ে লাগিয়ে নিয়ে ওয়্যাক্স করুন। 

চিনি (Sugar), ডিম (Egg) ও কর্ন ফ্লাওয়ারের (Corn Flower) ওয়্যাক্স বানাতে পারেন। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে চিনি ও কর্ন ফ্লাওয়ার মেশান। পেস্ট তৈরি করুন। এটি ২৫ থেকে ৩০ মিনিট রেখে দিন। এই মিশ্রণটি ওয়্যাক্স (Wax) হিসেবে ব্যবহার করুন। মিশ্রণটি হাতে ও পায়ে লাগান। তাতে কাপড় বা ওয়্যাক্স স্টিপ (Wax Strip) দিন। এবার এক টানে তুলে ফেলুন। সহজে বাড়তি লোম দূর হয়ে যাবে।  

টমেটো, চিনি (Sugar) ও মধুর (Honey) ওয়্যাক্স (Wax) বানান। টমেটোর (Tomato) ভিতরের অংশ বের করে তাতে চিনি, মধু দিয়ে ভালো করে মেশান। ৫ থেকে ৭ মিনিট গরম করুন। এবার মিশ্রণটি ওয়্যাক্স (Wax) হিসেবে ব্যবহার করুন। অল্প ঠান্ডা করে হাতে ও পায়ে লাগান। তাতে কাপড় বা ওয়্যাক্স স্টিপ (Wax Strip) দিন। এবার এক টানে তুলে ফেলুন। সহজে বাড়তি লোম দূর হয়ে যাবে।  

একটি পাত্রে চিনি (Sugar), পাতিলেবুর রস (Lemon), জল ও কিছুটা এসেন্সিয়াল অয়েল (Essential Oil) নিয়ে গরম করতে দিন। চিনি (Sugar) গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার মিশ্রণটি নামিয়ে নিন। অল্প ঠান্ডা করে হাতে ও পায়ে লাগান। তাতে কাপড় বা ওয়্যাক্স স্টিপ (Wax Strip) দিন। এবার এক টানে তুলে ফেলুন। সহজে বাড়তি লোম দূর হয়ে যাবে।  

আরও পড়ুন- হাতে আসুক একটু বেশি টাকা, রইল সাইড ইনকামের মজাদার পাঁচ উপায়ের সন্ধান

আরও পড়ুন- টিকটিকির উপদ্রবে নাজেহাল, তাড়াতে মেনে চলুন এই কয়েকটা ঘরোয়া টোটকা

আরও পড়ুন- বয়সকালে স্মৃতিভ্রমের কারণে জটিল ব্যাধি সারাবে এই ওষুধ, নয়া গবেষণা ঘিরে বাড়ছে আশার আলো