- Home
- Lifestyle
- Lifestyle Tips
- মেহেন্দির রঙ কীভাবে গাঢ় করবেন বুঝতে পারছেন না? রইল সহজ টিপস, দেখুন এক ঝলকে
মেহেন্দির রঙ কীভাবে গাঢ় করবেন বুঝতে পারছেন না? রইল সহজ টিপস, দেখুন এক ঝলকে
Mehndi Color: মেহেদীর রঙ ফিকে হয়ে যাওয়ায় চিন্তিত? জানুন লবঙ্গ, লেবু-চিনি, ভিক্স এবং কফির মতো ঘরোয়া উপায়ে কীভাবে মেহেদীর রঙ গাঢ় করবেন এবং এটি দীর্ঘস্থায়ী করবেন।

লবঙ্গ দিয়ে মেহেদীর রঙ গাঢ় করুন
মেহেদীর রঙ গাঢ় করতে লবঙ্গ খুব কার্যকর। মেহেদী শুকিয়ে গেলে ৮-৯ টি লবঙ্গ তাওয়ায় ভেজে এর ধোঁয়া হাতে দিন। কিছুক্ষণের মধ্যেই মেহেদীর রঙ গাঢ় হয়ে যাবে। লবঙ্গের তেল লাগালেও মেহেদীর রঙ গাঢ় হয়।
লেবু এবং চিনির মিশ্রণ
মেহেদী শুকিয়ে গেলে তাড়াতাড়ি ঝরে যেতে পারে, ফলে রঙ ফিকে হয়ে যায়। লেবুর রসে পানি ও চিনি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মেহেদী শুকোনোর পর এই মিশ্রণটি হালকা হাতে লাগান।
ভিক্স ব্যবহার করুন
ঠান্ডা-কাশিতে ব্যবহৃত ভিক্স মেহেদীর রঙ গাঢ় করতে পারে। মেহেদী তোলার পর হাতে ভিক্স লাগান, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। পরের দিন সকালে মেহেদীর রঙ গাঢ় হয়ে যাবে।
কফি পাউডার
মেহেদীর রঙ গাঢ় করতে কফি পাউডার কার্যকর। কফি পাউডারের মিশ্রণ মেহেদী লাগানো হাতে লাগিয়ে আলতো করে ঘষুন। এতে মেহেদীর রঙ গাঢ় হবে।
মেহেদীর রঙ দীর্ঘস্থায়ী করার টিপস
মাখন কাটার ছুরি দিয়ে মেহেদী আলতো করে তুলুন। এরপর সরিষার তেল বা লবঙ্গের তেল লাগান। মেহেদী তোলার পর কমপক্ষে ১২ ঘন্টা হাত সাবান-পানিতে না ডোবানোই ভালো।

