ভারতের কোথায় সব থেকে বেশি কন্ডোম ব্যবহার করা হয় জানেন? জানলে চমকে যাবেন
ভারতের কোথায় সব থেকে বেশি কন্ডোম ব্যবহার করা হয় জানেন? জানলে চমকে যাবেন
- FB
- TW
- Linkdin
ভারতে উল্লেখযোগ্য ভাবে কমছে কন্ডোমের ব্যবহার। এই নিয়ে বেশ বিচলিত হয়েই রয়েছে হু (WHO)। স্বাস্থ্য বিভাগও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ কন্ডোম শুধু প্রজননই না যৌন রোগও প্রতিরোধ করতে পারে।
এই অবস্থায় ভরতের কোন জায়গায় সব থেকে বেশি কন্ডোম ব্যবহার করা হয় জানেন?
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে দাদরা ও নগর হাভেলি-তে সব থেকে বেশি কন্ডোমের ব্যবহার হয়।
জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (২০২১-২০২২) অনুযায়ী, দাদরা ও নগর হাভেলিতে ১০ হাজার জন দম্পতির মধ্যে ৯৯৩ জন কন্ডোম ব্যবহার করেন।
দাদরা নভেলির পরে সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করা হয় অন্ধ্রপ্রদেশে। এই অঞ্চলে ১০ হাজার দম্পতিদের মধ্যে ৯৭৮ জন কন্ডোম ব্যবহার করেন।
তবে ভারতের বেশ কিছু রাজ্যে এই হার কিছু রাজ্যে তুলনামূলকভাবেবেশ কম। যেমন, কর্ণাটক ১৫তম স্থানে রয়েছে, কর্নাটকে ১০ হাজার দম্পতির মধ্যে ৩০৭ জন কন্ডোম ব্যবহার করেন।
আরও একটি আশ্চর্য তথ্য হল ভারতে প্রায় ৬ শতাংশ মানুষ কন্ডোম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। কেবলমাত্র ৯৪% মানুষ কন্ডোমের বিষয়ে সচেতন। এখনও কন্ডোম নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে এই দেশে।