- Home
- Lifestyle
- Lifestyle Tips
- নতুন কাপড়ে হলুদ দাগ লেগে গেছে? সহজে দাগ তোলার সেরা উপায় জেনে নিন, দারুণ কাজ দেবে
নতুন কাপড়ে হলুদ দাগ লেগে গেছে? সহজে দাগ তোলার সেরা উপায় জেনে নিন, দারুণ কাজ দেবে
কাপড়ে হলুদের দাগ লাগলে তা তোলা বেশ কঠিন। আপনিও নিশ্চয়ই কাপড় ঘষে ঘষে ক্লান্ত? এই সমস্যার সমাধানে রইল কিছু সহজ উপায়।

হলুদ (turmeric) ভারতীয় রান্নাঘর এবং বিবাহের অনুষ্ঠানে বেশি ব্যবহৃত হয়। তবে হলুদের দাগ কাপড়ে লাগলে তা তোলা বেশ কঠিন। কেউ কেউ সরাসরি সাবান ব্যবহার করে, এতে কাপড় লাল হয়ে যায়।
সাধারণ ধোয়ায় হলুদের দাগ (stains) স্থায়ীভাবে তোলা যায় না। তাই দাগ লাগা কাপড় দিয়ে অনেকে ঘর মোছে। তবে, সহজে দাগ তোলার উপায় আছে। জেনে নিন সেই কৌশল।
প্রথমে এই কাজ করুন
হলুদের দাগ তুলতে, আপনার এক টাকার শ্যাম্পু (shampoo) ও ডিটারজেন্ট লাগবে। প্রথমে, একটি বালতিতে জল নিয়ে তাতে ডিটারজেন্ট মেশান। এবার একটি শ্যাম্পু দিন। এবার হলুদের দাগ লাগা কাপড় ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
কীভাবে পরিষ্কার হয়?
দশ মিনিট পর, হালকা করে ঘষুন। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিন। এই কৌশলে হলুদের দাগ সহজে তোলা যায়, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। আপনিও চেষ্টা করে দেখুন।
এই কৌশলও ব্যবহার করতে পারেন
টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা (baking soda) মিশিয়ে হলুদের দাগের উপর লাগান। কিছুক্ষণ পর পরিষ্কার জলে ধুয়ে নিন। এতে দাগ চলে যাবে।
সামান্য জলে লিকুইড ডিটারজেন্ট ও সাদা ভিনেগার মিশিয়ে হলুদের দাগের জায়গায় ঘষুন। দাগ তোলার পর পরিষ্কার জলে ধুয়ে নিন।
কাপড়ের দাগ লাগা অংশে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার সাধারণ জল ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
হলুদের দাগ তুলতে, একটি পাত্রে ৩-৪ ফোঁটা লিকুইড ব্লিচ (liquid bleech) নিয়ে জলের সঙ্গে মেশান। এরপর ডিটারজেন্ট মেশানো ব্রাশ দিয়ে দাগের জায়গাটি ঘষে নিন।

