- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Happy Mother's Day 2025: মা-কে জানান মনের না বলা কথাগুলি! রইল সেরা শুভেচ্ছা বার্তার তালিকা
Happy Mother's Day 2025: মা-কে জানান মনের না বলা কথাগুলি! রইল সেরা শুভেচ্ছা বার্তার তালিকা
'মা' এমন একটা শব্দ যা এক কথায় বর্ণনা করা যায় না। আমাদের প্রথম বলা শব্দ যা জীবনভর লড়াই করার সাহস যোগায়। মা ছাড়া এই পৃথিবী অন্ধকার। যাদের সঙ্গে মা আছেন তারা সৌভাগ্যবান। মাদার্স ডে উপলক্ষে সকল মা-কে জানাই কুর্ণিশ ও আন্তরিক প্রণাম-

গোটা পৃথিবীর কাছে তুমি আমার মা। কিন্তু আমার কাছে তুমিই গোটা পৃথিবী।- Love You Maa, Happy Mothers' Day 2025
মা হলেন এমন একজন যিনি প্রতিটি স্থান পূরণ করে দিতে পারে সহজেই, কিন্তু তার স্থান কেউ পূরণ করতে পারে না- Happy Mothers' Day 2025
তুমি আমাকে ছোটবেলা থেকে যে মূল্যবোধ দিয়েছো এবং আমাকে যে শিক্ষা দিয়েছো তার জন্য আমি সর্বদা তোমার কাছে কৃতজ্ঞ। তোমায় মাদার্স ডে-র অনেক শুভেচ্ছা
আমি তোমাকে অনেক ভালোবাসি মা, কিন্তু কখনও তোমাকে বলতে পারি না। কখনও তোমার গলা জড়িয়ে ধরে ছোটবেলার মত চিৎকার করে বলতে পারি না তোমাকে আমি কতটা ভালোবাসি। শুধু মাদার্স ডে-তে নয় আমি সব সময় তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসি- মা, Happy Mothers' Day 2025
মা ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। মা, আজ তোমার দিন অনেক ভালবাসা এবং একরাশ শুভেচ্ছা জানাই তোমায়। Happy Mothers' Day 2025
আমি ঈশ্বর-কে দেখিনি, তবে আমি নিশ্চিত যে তিনিও আমার মায়ের মতোই। ২০২৫ সালের মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা মা!
ভগবান যদি আমাকে একটা বর দেন, বলবো জীবন থেকে সব চলে যাক শুধু তোমাকে যেন কখনও আমার থেকে কেড়ে না নেন।- Happy Mothers' Day 2025 মা-
মা ছাড়া জীবন নির্জন, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি রাস্তা নির্জন। জীবনে মা থাকাটা জরুরী, মায়ের আশীর্বাদেই সব কষ্ট সহজ হয়ে যায়। ২০২৫ সালের মাতৃ দিবসের শুভেচ্ছা!
আমি প্রতিটি সম্পর্কের মধ্যে স্বার্থ দেখেছি, কিন্তু আমি বছরের পর বছর আমার মায়ের মুখে ক্লান্তি দেখিনি, তার স্নেহের মধ্যে কোন ভেজাল দেখিনি। শুধু মার্দাস ডে-তে নয় আমি তোমাকে সব সময় ভালোবাসি মা-Happy Mothers' Day
মা আমাদের সব সমস্যার ওষুধ। মা আমাদের সব সমস্যার সমাধান। তোমাকে ছাড়া শূণ্য এই ঘর, এভাবে আমায় আগলে রেখো জীবনভর। Happy Mothers' Day 2025 মা-

