সংক্ষিপ্ত
গলা ব্যথা কমাতে ভীষণ উপকারী মধু! এছাড়াও এতে রয়েছে হাজার গুণাগুণ, জানলে অবাক হবেন
মধু খেতে অনেকেই ভালবাসেন। অনেকে সুস্থ থাকতে চিনির বিকল্প হিসাবে মধুকে বেছে নেন। কিন্তু এই অসাধারণ উপাদানের কী কীগুণাগুণ রয়েছে জানেন? জানলে অবাক হবেন মধু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধি। যা বিভিন্ন রোগ সারাতে কার্যকর। প্রতিদিন নিয়মিত মধু খেলে বহু কঠিন ব্যধি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
শরীর সুস্থ রাখতে ও ওজন কমাতে চিনির জায়গায় খাদ্য তালিকায় মধু যোগ করতে পারেন। মধু খেলে ওজন তাড়াতাড়ি কমে।
ডায়াবিটিকদের জন্যেও উপকারী মধু। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ ছাড়া ত্বক ভাল রাখতেও এর কোনও তুলনা হয় না।
ত্বকের যত্ন নিতে নিয়মিত মধু খেতেই হবে। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোফাইবাল প্রোপার্টি। যা গলা ব্যথা বা অন্য কোনও ইনফেকশনে অত্যন্ত উপকারী মধু।ক্লান্তি কাটাতে এর কোনও তুলনা হয় না। দ্রুত এনার্জি বাড়াতে পারে এই উপাদান। এর গুণাগুণে তাড়াতাড়ি ক্লান্তি কাটে।
হজমের সমস্যা দূর করতে পারে এই প্রাকৃতিক উপাদান। বদহজম বা অ্যাসিডিটি দ্রুত নির্মুল করে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত সাহায্য করে এই উপাদান।