গরম থেকে বাঁচতে এসির ব্যবহার বাড়ছে, তবে এতে বিপদও রয়েছে। এসি ব্লাস্ট বা আগুন লাগার ঘটনা এড়াতে সার্ভিসিং, ভোল্টেজ নিয়ন্ত্রণ ও সঠিক বায়ু চলাচল নিশ্চিত করুন। পোড়া গন্ধ পেলে দ্রুত টেকনিশিয়ানের সাহায্য নিন।
ক্রমে বাড়ছে গরমের তীব্রতা। এই গরম থেকে বাঁচতে প্রায় গোটা দিন চলছে এসি। জানেনে কি এই আরাম পেতে গিয়ে আপনিই পড়তে পারেন বিপদে। বর্তমানে এসি ব্লাস্ট কিংবা এসিতে আগুন ধরে যাওয়ার খবর নতুন নয়। প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসছে এমন খবর। এবার এই প্রসঙ্গে সতর্ক হন। নিজের প্রাণ বাঁচাতে সঠিক নিয়ম মেনে এসি চালান। না হলে আপনিই পড়বেন বিপদে।
- অবশ্যই গরমের শুরুতে এসি সার্ভিসিং করান। গ্যাস লিক, তারের সমস্যা কিংবা আটকে থাকা ফিল্টারগুলো পরীক্ষা করে নিন।
- একটানা দীর্ঘ সময় এসি চালাবেন না। এতে এসি গরম হয়ে যাচ্ছে। তার থেকে বিপদ হতে পারে।
- আপনার বাড়িতে ভোল্টেজ ওঠানামা করলে সতর্ক হোন। এতে কম্প্রেসারে ক্ষতি করে। তাই বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করতে স্টেবিলাইজার লাগান।
- এসির বাইরের ইউনিটের চারপাশে সঠিক বায়ুচলাচল নিশ্চিত করুন। ধুলো, পাতা কিংবা দাহ্য পর্দার্থ যেন সেখানে না আসে তা খেলায় রাখুন।
- এসির গ্যাস লিক হয়েছে কিনা সে দিকে খেয়াল রাখুন। সঠিক সময় টেকনিশিয়ানের সঙ্গে কথা বলুন।
- এসির ওয়্যারিং ঠিক আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। সস্তার দ্রব্য ব্যবারে নিজেই পড়বেন বিপদে।
- কখনও পোড়া গন্ধ, ধোঁয়া লক্ষ্য করলেই টেকনিশিয়ানকে ডাকুন। এমন সমস্যা ফেলে রাখবেন না। তেমনই এই অবস্থায় এসি চালাবেন না। ধোঁয়া বের হতে দেখতে তৎক্ষণাত এসি বন্ধ করুন। তাতে জল ঢালবেন না। ঘর থেকে সকলে বেরিয়ে যান।
বর্তমানে এসি থেকে নানান দুর্ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে সতর্ক হন। এই সমস্যা উপেক্ষা করবেন না। এতে আপনি পড়বেন বিপদে। গরমে সঠিক সময় যেমন সার্ভিসিং করাবেন। তেমনই সারাদিন এসি চালিয়ে রাখবেন না। কোনও রকম সমস্যা হলেই টেকনিশিয়ান ডাকুন। সামান্য ভুলে বড় বিপদ হতে পারে। সঠিক পরামর্শ মেনে চলুন। তেমনই ভালো কোম্পানির এসি ব্যবহার করুন।


