- Home
- Lifestyle
- Lifestyle Tips
- সাদা কাপড়ে নাছোড় হলুদ দাগ তুলতে নাজেহাল? এই বিউটিসোপ ব্যবহার করলেই হবে মুশকিল আসান
সাদা কাপড়ে নাছোড় হলুদ দাগ তুলতে নাজেহাল? এই বিউটিসোপ ব্যবহার করলেই হবে মুশকিল আসান
- FB
- TW
- Linkdin
সাদা পোশাকে হলুদ দাগ পড়া খুবই বিরক্তিকর। এই দাগ ছাড়া পোশাক ব্যবহার করা যায় না। আবার ফেলেও দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে ১ চামচ সাদা ভিনেগার, ১ চামচ ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে দাগ লাগা কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখলে উপকার পাওয়া যায়। তবে এই পদ্ধতিতে ভিনেগার প্রয়োজন। কিন্তু অতিরিক্ত খরচ ছাড়াই ঘরোয়া উপায়ে এই দাগ দূর করা সম্ভব।
লাইফবয় সাবানে হাত ধুলে জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়, এমন অনেক বিজ্ঞাপন দেখেছি। কিন্তু লাইফবয় সাবান তার চেয়েও বেশি উপকারী। পূজা সহ বিশেষ দিনগুলিতে কাপড়ে হলুদ দাগ পড়ার সম্ভাবনা থাকে। যতই ঘষা হোক না কেন, হলুদ দাগ যায় না। কিন্তু বেশি ঘষলে কাপড় ছিঁড়ে যেতে পারে।
আরও পড়ুন: শেভিং ক্রিম ব্যবহার করে ম্যাট্রেসের জেদি দাগ দূর করার টিপস
দাগ দূর করতে বেশি করে ঘষা অনেকের অভ্যাস। কিন্তু এভাবে ধোয়া কাপড়ের গুণমান নষ্ট করে। পুরনো কাপড়ের মতো মলিন হয়ে যায়। ফলে নতুন কাপড়ও পুরনো দেখায়। কিন্তু লাইফবয় সাবান ব্যবহার করে পরিষ্কার করলে কাপড়ের কোনো ক্ষতি হয় না।
আরও পড়ুন: কাপড়ের জেদি দাগ দূর করার টিপস
হলুদ দাগ লাগা কাপড়টি জলে ভিজিয়ে নিন। তার উপর লাইফবয় সাবান লগিয়ে ভালো করে ঘষে নিন। এতে সাদা কাপড় লালচে হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি জলে ধুয়ে শুকাতে দিন। কাপড় শুকানোর পর হলুদ দাগ চলে যাবে। সাবানের লাল রঙও থাকবে না। এই পদ্ধতিতে ছোট বাচ্চাদের মল লাগা কাপড়ও ধুতে পারেন। হলুদ দাগ থাকবে না।