- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Durga Puja 2024: এবার পুজোয় ছুটির ধামাকা! টানা ৯ দিন ছুটি পাচ্ছেন বেসরকারি কর্মীরাও? জানলে তাক লেগে যাবে
Durga Puja 2024: এবার পুজোয় ছুটির ধামাকা! টানা ৯ দিন ছুটি পাচ্ছেন বেসরকারি কর্মীরাও? জানলে তাক লেগে যাবে
- FB
- TW
- Linkdin
এবার পুজোয় ছুটির ধামাকা!
হাতে আর মোটে কয়েকটা দিন তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যদিও আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই বছরের পুজো অন্য পুজোর থেকে একেবারেই আলাদা হতে পারে।
এবার পুজোয় ছুটির ধামাকা!
পুজো মানেই লম্বা ছুটি। সারা বছর এই ছুটির জন্যই অপেক্ষা করেন আপামর বাঙালিরা। এই বছর ঠিক কতদিন পুজোর ছুটি পাচ্ছেন জানেন?
এবার পুজোয় ছুটির ধামাকা!
অক্টোবরের শুরুতেই পাওয়া যাবে একদিনের ছুটি। ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন ছুটি থাকছে ওই আবার মহালয়াও পড়েছে।
এবার পুজোয় ছুটির ধামাকা!
এরপর ৭ অক্টোবর সোমবার পড়েছে চতুর্থী। এর আগে দুই দিন শনি ও রবি। তাহলে ছুটির মরশুম থাকছে প্রায় তিনদিন।
এবার পুজোয় ছুটির ধামাকা!
৮ অক্টোবর মঙ্গলবার পঞ্চমী। ব্যাস শুরু হয়ে গেল ছুটির মরশুম।
এবার পুজোয় ছুটির ধামাকা!
৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী। ১০ তারিখ পড়েছে মহা সপ্তমী। মানে সব মিলিয়ে শনিবার থেকে বুধবার মিলিয়ে ৫ টি ছুটি পাচ্ছেন সকলে। এখনও বাকি অষ্টমী, নবমী দশমীর ছুটি।
এবার পুজোয় ছুটির ধামাকা!
বৃহস্পতি ও শুক্রবার পড়েছে মহানবমী ও দশমী। তারপর আবার শনি ও রবিবার ছুটি থাকছে। অর্থাৎ সবমিলিয়ে টানা ৯ দিনের ছুটি পাওয়া যাবে এই বছরের দুর্গাপুজোয়।