- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Rabindra Jayanti 2024: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সেরা কিছু শুভেচ্ছা বার্তা শেয়ার করুন প্রিয়জনদের, কবির ভাষাতেই ভরা থাক পঁচিশে বৈশাখ
Rabindra Jayanti 2024: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সেরা কিছু শুভেচ্ছা বার্তা শেয়ার করুন প্রিয়জনদের, কবির ভাষাতেই ভরা থাক পঁচিশে বৈশাখ
তিনি ছিলেন বিশ্ব খ্যাত ব্যক্তিত্ব। তার রচনা তথা সৃষ্টি সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা দিয়েছে এগিয়ে চলার। আজ কবিগুরুর জন্মদিনে আপনিও জানান শ্রদ্ধা। শেয়ার করুন কবির ভাষাতেই লেখা এই শুভেচ্ছাবার্তাগুলি
| Published : May 08 2024, 09:18 AM IST / Updated: May 08 2024, 09:23 AM IST
- FB
- TW
- Linkdin
কবির কথায় 'শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে নদী পার হওয়া যায় না।' এগিয়ে যাও জীবনে উন্নতি হোক, শুভ রবীন্দ্র জয়ন্তী।
“প্রেমের উপহার ততক্ষণ দেওয়া যাবে না, যতক্ষণ না এটি গ্রহণের জন্য কেই অধীর অপেক্ষা করছে”। শুভ রবীন্দ্র জয়ন্তী।
উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য আপনার মধ্যে সুপ্ত রয়েছে। স্বপ্নের গভীরতা, প্রতিটি স্বপ্নের জন্য লক্ষ্য জয়ের আশা। “শুভ রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী
মেঘ আমার জীবনে ভাসছে,
আর বৃষ্টি বা উত্তোলনের ঝড় বহন করবে না।
তবে আমার সূর্যাস্তের আকাশে রঙ যুক্ত করুন।
রইল শুভ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।’-
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। শুভ রবীন্দ্র জয়ন্তী।
‘হে নূতন, দেখা দিক বার বার জন্মেরও প্রথম শুভক্ষণ...শুভ রবীন্দ্র জয়ন্তী।’
চির নূতনের দিল ডাক, পঁচিশে বৈশাখ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানানাই শুভেচ্ছা। আর বিশ্ব কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। শুভ রবীন্দ্র জয়ন্তী।’
‘রবি ঠাকুরের জন্ম তিথি উপলক্ষ্যে তাঁকে জানাই শ্রদ্ধা। শুভ রবীন্দ্র জয়ন্তী।’