সংক্ষিপ্ত

আজ রইল ফ্রেন্ডশিপ ডে-র স্পেশ্যাল কিছু উপহারের হদিশ। দেখে নিন কোন কোন উপহার এই বিশেষ দিনের জন্য উপযুক্ত।

৬ অগস্ট পালিত হবে ফ্রেন্ডশিপ দিবস। বন্ধুত্ব পালনে এটি একটি বিশেষ দিন। প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। এবছর ফ্রেন্ডশিপ ডে কাটান একেবারে অন্যভাবে। সবার আগে বন্ধুর জন্য কিনে ফেলুন বিশেষ উপহার। আজ রইল ফ্রেন্ডশিপ ডে-র স্পেশ্যাল কিছু উপহারের হদিশ। দেখে নিন কোন কোন উপহার এই বিশেষ দিনের জন্য উপযুক্ত।

উপহার দিতে পারেন ফুলের বুকে। ফুল যে কোনও উৎসবে উপহার দেওয়া যায়। বন্ধুদের পছন্দের ফুল দিয়ে তৈরি বুকে উপহার দিন। এর মাঝে চকোলেট দিতে ভুলবেন না।

যে কোনও উৎসবে উপহার হিসেবে চকোলেট সেরা অপশন। সম্ভব হলে নিজের হাতে চকোলেট বানান। সুসজ্জিত বাক্সে চকোলেট ভরে নিন। এই উপহার ব্যক্ত করবে ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা। আপনার হাতের তৈরি চকোলেট খেয়ে মন ভালো হয়ে যাবে বন্ধুক।

পোশাক উপহার দিতে পারেন। মেয়েদের জন্য কুর্তি অথবা ওয়ান পিস আর ছেলেদের জন্য টিশার্ট ভালো অপশন। বন্ধুর পোশাকের সাইজ সকলেই জানেন। এই বিশেষ দিনে উপহার দিতে পারেন পোশাক।

বন্ধুকে হেডফোন অথবা ঘড়ি উপহার দিতে পারেন। এই ধরনের ইলেক্ট্রনিক্স জিনিস কম-বেশি সকলেই পছন্দ করে। আর বাজেট বেশি থাকলে কিনতে পারেন মোবাইল। এই উপহার দিয়ে আপনার সঙ্গে যোগাযোগের রাস্তা আরও সহজ করে তুলবে। এতে মজবুত হবে বন্ধুত্বের সম্পর্ক।

ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন। ঘর সজ্জায় অনেকেই গাছ ব্যবহার করে থাকেন। ছোট মাপের ও সুন্দর গাছ উপহার দিন আপনার বন্ধুকে।

আপনার ও বন্ধুর ছবি ল্যামিনেট করে উপহার দিন। বন্ধুত্বের দিনে এটা সেরা উপহার। আপনার উপহার অবশ্যই মন ছুঁয়ে যাবে।

স্মার্ট ওয়াচ দিতে পারেন আপনার বন্ধুকে। বর্তমানে স্মার্ট ওয়াচ পরার চল বেশ দেখা যাচ্ছে। এটি এখ ফ্যাশনে ইন। সঙ্গীকে এমন উপহার দিতে পারেন নতুন বছরে। ড্রাই ফ্রুটস উপহার দিতে পারেন। বিভিন্ন সুসজ্জিত বক্সে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। পছন্দসই কিনে নিন। এমন উপহার দিন বন্ধুকে। উপহার দেওয়ার ক্ষেত্রে ড্রাই ফ্রুটস সেরা অপশন হতে পারে।

কফি মগ দিতে পারেন। আপনার ও আপনার প্রিয় বন্ধুর ছবি প্রিন্ট করিয়ে উপহার দিন। এটা ফ্রেন্ডশিপ ডে-র সেরা উপহার হতে পারে।

 

আরও পড়ুন

রাতে ঘুমোনোর পরেই পায়ের শিরায় টান ধরে? খুব দ্রুত কীভাবে আরাম পাবেন, জেনে নিন প্রতিকার

Altina Schinasi: গুগল ডুডলে আলটিনা শিনাসি, ক্যাট আই চশমার স্রষ্টার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য

শরীরের এই ৩টি অংশ এক মিনিট ধরে রাখুন, দেখুন কীভাবে পরিবর্তন আসবে শরীরের মধ্যে