সংক্ষিপ্ত

পারফিউম ছাড়াই সুগন্ধে ম ম করবে জামা কাপড়! কাচার পরে শুধু ফলো করুন এই ট্রিক

জামা কাপড়ে সুগন্ধ ছড়ানোর জন্য সেন্ট ব্যবহারের প্রচলন প্রাচীনকাল থেকেই রয়েছে। তবে শুধু বাজারে কেনা পারফিউম নয়. ঘরে রাখা জিনিস দিয়ে সুগন্ধিত করা যায় জামা কাপড়। জামা কাপড় কাচার পরে শুধু সাবানের গন্ধ থাকে। সাবানের গন্ধ চলে গেলেই দুর্গন্ধ ছড়াতে থাকে জামা কাপড় থেকে। আলমারিতে রেখে দিলে তো একটা বোটকা গন্ধ ছাড়ে। তবে এমন কয়েকটি জিন রয়েছে যা জামা কাপড়ে এত সুগন্ধ ছড়াতে পারে যে সেন্টও হার মেনে যাবে।

জামা কাপড় ধোয়ার পরে একটা স্প্রে বোতলে গোলাপ জল নিয়ে জামা কাপড়ে স্প্রে করে দিন। এতে বহুদিন পর্যন্ত জামা কাপড়ে  গোলাপের হালকা গন্ধ ছড়ায়। পারফিউম ছাড়াও অসাধারণ গন্ধে ভরে যায় কাপড় জামা। আর এতে জামা কাপড়ের কোনও ক্ষতিও হয় না।

আরও একটি অসাধারণ ও রিফ্রেশিং উপাদান হল কর্পূর। শুকনো জামা কাপড়ে কর্পূর ছড়িয়ে রাখুন। এতে দারুণ সুগন্ধ ছড়াবে। এ ছাড়া পোকা কাটার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। তাই পারফিউমের একটি অসাধারণ বিকল্প হল কর্পূর।

 এ ছাড়া আলমারিতে বেশ কয়েকটা লবঙ্গ রেখে দিতে পারেন।  লবঙ্গ জামা কাপড়ে দারুণ সুবাস ছড়িয়ে দেয়। এবং সেন্ট ছাড়াই জামা কাপড় থেকে সুগন্ধ ছাড়ে। তাই অবশ্যই আলমারিতে লবঙ্গ রাখা অভ্যাস করুন।

দামি জামা কাপড় একটি প্যাকেটে এয়ারটাইট করে রেখে তার মধ্যে একটা এলাচ রেখে দিতে পারেন। এতে বহুদিন পর্যন্ত জামা কাপড়ে সুগন্ধ থাকেষ তবে ছোট এলাচের থেকে বড় এলাচ বেশি কার্যকর।