Tips to dry clothes: বর্ষাকালে জামাকাপড় শুকোনো এক বড় সমস্যা হলেও, কিছু সহজ টিপস মানলেই নিশ্চিন্তে কাচাকাচি করতে পারবেন বর্ষাকালে। শুধু একটু বুদ্ধি লাগালেই হবে।
Tips to dry clothes: বর্ষার দিনে একটানা ঝিরঝিররে বা জোরে বৃষ্টি হবেই। ধোঁয়াশা ভরা সবুজ সতেজ প্রকৃতি, ঠান্ডা আবহাওয়া, অল্প ভাজাভুজি আর চা, বেশ জমে বর্ষাকাল। তবে দিনের পর দিন বৃষ্টির মাঝে রোদের দেখা নেই বললেই চলে। আর্দ্র বাতাসে জামাকাপড় শুকোতেই চায় না। আবার রোজকার ব্যবহারের পোশাক না কাচলেও নয়। অফিস বা দৈনন্দিন কাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড়ের অভাব হতে শুরু করে, যেটা সবচেয়ে বেশি সমস্যার কারণ। রইলো কিছু সহজ টিপস ও ঘরোয়া কৌশল যা এই সমস্যায় কার্যকর সমাধান।
১। ভালোভাবে নিংড়ে নিন
জামাকাপড় ধোয়ার পর সর্বপ্রথম ভালোভাবে নিংড়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বাড়তি জল ঝরে গেলে কাপড় দ্রুত শুকোবে। হাত দিয়েই নিংড়ান বা ওয়াশিং মেশিনের স্পিনারে ঘুরিয়ে নিন।
২। ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে মেলা
বাড়ির কোনও খালি ঘর বা বারান্দা-ব্যালকোনি থাকলে, সেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিন। পাখা চালু রাখলে হাওয়া চলাচল বাড়বে এবং কাপড় দ্রুত শুকোবে।
৩। হ্যাঙারে ঝুলিয়ে দেওয়া
যাদের জায়গা কম, তারা হ্যাঙারে জামা ঝুলিয়ে রেখে শুকোতে পারেন। এতে কাপড়ের গঠনও ঠিক থাকে এবং হাওয়ায় সহজে শুকাবেও। তবে বৃষ্টির আশঙ্কায় বাইরে না দিয়ে ঘরের ভিতরেই রাখুন।
৪। মশারির উপর কাপড় মেলানো
রাতে ঘুমোতে যাওয়ার সময় মশারির উপর কাপড় মেলে দিন। পাখা চলা অবস্থায় সারারাতেই শুকিয়ে যাবে কাপড়গুলো।
৫। হেয়ার ড্রায়ার বা ইস্ত্রির সাহায্য
যদি কোনওভাবেই শুকাতে না পারেন, তাহলে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। এরপর গরম ইস্ত্রি চালিয়ে জামা শুকিয়ে ফেলতে পারেন। এটি দ্রুত সমাধান, বিশেষ করে অফিস যাওয়ার তাড়া থাকলে।
৬। ওয়াশিং মেশিনের ড্রায়ার ব্যবহার
যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তারা কাপড় ধোয়ার পর সরাসরি ড্রায়ারে দিয়ে নিতে পারেন। এতে অতিরিক্ত সময় বা ঝামেলা ছাড়াই কাপড় শুকিয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


