গরম ও বর্ষায় এসি, ফ্যান এবং রান্নাঘরের একাধিক অত্যাধুনিক ডিভাইসের কারণে খরচ আরও বেড়ে যায়। কিন্তু কিছু কৌশলী পদক্ষেপ ও অভ্যাসের মাধ্যমে তা অনেকাংশে কমানো সম্ভব।
গ্রীষ্ম হোক বা বর্ষাকাল, বিদ্যুৎ বিল ক্রমবর্ধমান। এসি, ফ্যান, ওয়াটার হিটার এবং রান্নাঘরের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ খরচ বাড়ছে হু হু করে।
তবে কিছু সহজ ও কার্যকরী পদ্ধতি অনুসরণ করলেই এই খরচ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো কীভাবে এসি, মাইক্রোওয়েভ চিমনি ব্যবহার করে বিদ্যুৎ বিলে বিরাট সাশ্রয় সম্ভব?
বিদ্যুৎ সাশ্রয় করতে কোন এসি সবচেয়ে ভালো? আপনি এসি ব্যবহার করেন, তাহলে অবশ্যই ইনভার্টার এসি বেছে নিন। সাধারণ এসির তুলনায় এটি অনেক কম বিদ্যুৎ খরচ করে। ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসারের গতি নিয়ন্ত্রণ করে, ফলে একটানা চললেও অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় না। এসি কেনার সময় ৫-স্টার রেটিং দেখে কেনা আরও বেশি কার্যকর।
আর কী কী ভাবে ভাবে বিদ্যুৎ বিল খরচা কমানো যায়?
১। ফ্যান ব্যবহারে সতর্কতা
অনেকেই ঘরে না থেকেও ফ্যান চালিয়ে রাখেন, যা বিদ্যুৎ খরচ বাড়ায়। ঘরে না থাকলে ফ্যান বন্ধ রাখুন এবং নিয়মিত পরিষ্কার করুন যাতে মোটর ভালোভাবে চলে। BLDC (Brushless DC Motor) ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ খরচ ৫০% পর্যন্ত কমে যেতে পারে।
২। পুরোনো ইলেকট্রনিক্স বাতিল করুন
পুরোনো রেফ্রিজারেটর, ওভেন বা টিউবলাইট বদলে ৫ স্টার রেটিংযুক্ত ফ্রিজ, ইনডাকশন কুকার, মাইক্রোওয়েভ চিমনি, এবং LED বাল্ব ব্যবহার করুন। এতে শুধু বিদ্যুৎ সাশ্রয় হয় না, ডিভাইসগুলোর কার্যকারিতাও বাড়ে।
৩। ছোট ছোট অভ্যাসে সাশ্রয়
ছোট ছোট জিনিস যেমন ফোনের চার্জারের স্যুইচ বন্ধ না করা, টিভি স্ট্যান্ডবাই মোডে রাখা, অথবা দিনের বেলায় অপ্রয়োজনীয় আলো জ্বালানো - এই সব কিছুর ফলে বেশি বিল আসে। একটু সচেতন হলেই এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলির মাধ্যমেই কমবে আপনার অনিয়ন্ত্রিত বিদ্যুৎ খরচ।
