ত্বকের যত্নে সহজলোভ্য আলুর জুড়ি মেলা ভার। রূপচর্চায় আলুর ফেসপ্যাক শুনতে অবাক লাগলেও আপনার ত্বকের জেল্লা ফেরাতে জাদুর মতো কাজ করতে পারে।
রূপচর্চায় আমরা সাধারণত নামী-দামি প্রসাধনী বা দামী ফেসপ্যাকের উপর নির্ভর করে থাকি। কিন্তু অনেক সময় ঘরের সামান্য উপাদানই হতে পারে অসাধারণ ফলদায়ক। এমনই এক উপাদান হলো আলু। রান্নাঘরের পরিচিত এই সবজিটি ত্বকের যত্নে জাদুর মতো কাজ করে।
অনেকেই শুনে অবাক হতে পারেন, কিন্তু আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস যা ত্বকের কালচে দাগ হালকা করতে সাহায্য করে। তাছাড়াও আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে পুনরুজ্জীবিত করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। বিশেষ করে রোদে পোড়া ত্বক, অনিদ্রা বা ক্লান্তির ছাপ—এইসব দূর করতে আলুর তৈরি ফেসপ্যাক অত্যন্ত কার্যকর। জেনে নিন কীভাবে ব্যবহার ওইরি করবেন এই ফেসপ্যাক।
প্রয়োজনীয় উপকরণ
* ১টি মাঝারি সাইজের খোসাসহ আলু
* ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
* ২টি ভিটামিন ই ক্যাপসুল
* ১ চিমটি কফি পাউডার
* ১ চা চামচ গোলাপ জল
* আধা চামচ পাতিলেবুর রস (সংবেদনশীল ত্বক না হলে ইচ্ছে করলেই ব্যবহার করতে পারেন)
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি ভালোভাবে ধোয়া আলু খোসাসহ গ্রেট করে নিয়ে একটি সুতির পরিষ্কার কাপড়ে মুড়ে চিপে রস বের করে নিন। একটি পরিষ্কার পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিন। এরপর ২টি ভিটামিন ই ক্যাপসুল কেটে তার তেল মিশিয়ে দিন। এরপর যোগ করুন ১ চিমটি কফি পাউডার ও ১ চা চামচ গোলাপ জল। চাইলে এতে আধা চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারেন। সব উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ফ্রিজে রেখে ১০-১৫ মিনিট ঠান্ডা করে নিতে পারেন।
ব্যবহারবিধি
মুখে ব্যবহার করার আগে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আলতো হাতে এই ফেসপ্যাক সারা মুখে মেখে নিন। বিশেষ করে রোদে পোড়া দাগ বা বলিরেখা যেখানে আছে সেখানে হালকা চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি মুখে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। মাত্র সাত দিনের নিয়মিত ব্যবহারে ত্বকের জেল্লা ফিরবে জাদুর মতো।
আলুর এই ফেসপ্যাকের কী কী উপকারিতা রয়েছে?
* আলুর রস ত্বকের কালচে দাগ হালকা করতে সাহায্য করে।
* অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেট করে এবং ঠান্ডা রাখতে সাহায্য করে।
* ভিটামিন ই নতুন কোষ গঠনে সাহায্য করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখে।
* ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রাণবন্ত করে তোলে।


