- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Year Ending 2024: AI থেকে ভীনগ্রহী - বছর শেষে দেখুন বিজ্ঞানের জগতের সেরা ঘটনাগুলি
Year Ending 2024: AI থেকে ভীনগ্রহী - বছর শেষে দেখুন বিজ্ঞানের জগতের সেরা ঘটনাগুলি
- FB
- TW
- Linkdin
কৃত্রিম বুদ্ধিমত্তা
২০২৪ সালের তাক লাগিয়ে দেওয়ার মত আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা। গত কয়েক বছর ধরেই গবেষণা চলছিল। কিন্তু এই বছরই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AIএর সাফল্য তাক লাগিয়ে দেয়। অর্থনীতি থেকে জনস্বাস্থ্য - সবক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি।
সুনীতা উইলিয়ামস
পাঁচ মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক স্পেশ স্টেশনে আটকে রয়েছেন মহারাকাশচারী সুনীতা ইউলিয়ামস। তাঁর সঙ্গী বুচ উইলমোর। মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে আটকে প়ড়েছেন তাঁরা। আপাতত অনিশ্চিত সুনীতাদের ফেরা।
আদিত্য এল ১ মিশন
গতবছর চন্দ্র অভিযানে সাফল্যের মুখ দেখেছিল ভারত। এই বছর সাফল্য দেখল সূ্র্য অভিযান। গত বছর ২ সেপ্টেম্বর পাড়ি দিয়েছিল আদিত্য এল -১ । এই বছর গোড়ার দিকেই তা মূল কক্ষপথে প্রবেশ করে। ইতিমধ্যেই একাধিক ছবি পাঠিয়েছে বিজ্ঞানীদের গবেষণার জন্য।
গগনযান
ইসরোর নেতৃত্বে ভারত মহাকাশচারীদের মহাকাশে পাঠাতে ও তাদের নিরাপদে ফিরিয়ে আনতে গগনযান প্রকল্প। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এই বছর প্রকল্পের অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের শেষপর্বের আগেই গগনযানের উৎক্ষেপণ করতে পারে ভারত।
৫০০ বছর পুরনো জল
পৃথিবীর ভূত্বকের নিয়ে লুকিয়ে রয়েছে একটি বিশাল মহাসাগর। প্রায় ৭০০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সেই জলরাশি। ভূগর্ভস্থ জলাধারটি সমস্ত গ্রহরের পৃষ্ঠ মহাসাগরের মিলিত আয়তনের প্রায় তিন গুণ। ২০১৪ সালে এই বিষয়ে প্রথম গবেষণাপত্র প্রকাশ হলেও গোটা বিশ্বজুড়ে এখনও এই নিয়ে গবেষণা চলছে।
ক্যান্সারের সাবান
স্কিন ক্যান্সার প্রতিরোধকারী সাবান তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিল ইথিওপিয়ার বংশোদ্ভূত মার্কিন কিশোর হেমান বেকেলে। টাইম ম্যাগাজিন তাঁকে কিড অব দ্যা ইয়ার সম্মান দিয়েছেন। ত্বকের ক্যান্সারের চিকিৎসায় সুবিধে হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের।
বিশ্ব উষ্ণায়ন
বিশ্ব উষ্ণায়নের মাত্রা ছাড়াচ্ছে। যা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ দূষণ ছাড়া কী করে এটি রোখা যাবে বা আগামী দিনে কী কী করণীয় তা নিয়ে গবেষণা চলছে।
সেরা অ্যাপ
বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ। অ্যাপ নির্ভর মানুষের জীবন। সকাল থেকে রাত অ্যাপ নির্ভর করে চলে মানুষ। সম্প্রতি অ্যাপেল জানিয়েছে বছরের সেরা অ্যাপগুলি। সেগুলি হল-আআইফোনের সেরা অ্যাপ কিনো। সেরা গেম এএফকে জার্নি। আর আইপ্যাডের সেরা অ্যাপ মোইজেজ।
বাঙালি বিজ্ঞানীর সাফল্য
রেডিও এবং ওয়্যারলেস বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য এবছর বিজ্ঞানের জগতে অন্যতম সেরা পুরষ্কার 'আর্মস্ট্রং মেডেল' পেলেন বাঙালি বিজ্ঞানী ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। নাসায় কর্মরত বঙ্গ সন্তান ডঃ গৌতম চট্টোপাধ্যায় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি'র একজন ভিজিটিং প্রফেসর।
ভিনগ্রহী
ভিনগ্রহীদের কী চুপি চুপি পৃথিবীতে আসে? এই রহস্যের সমাধান আনুষ্ঠানিকভাবে এখনও হয়নি। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা চলছে। আলোচনা হচ্ছে। তারই মধ্যে নাসা একাধিকবার ভিনগ্রহী ও ইউএফও নিয়ে একাধিক রিপোর্ট দাখিল করেছে।