অফিসে কেমন মেকআপ করবেন, তা ভেবে কুল পান না। রোজকার মেকআপ বলতে শুধু কাজল (Kajal) আর লিপস্টিক (Lipstick)। মাঝে মধ্যে একটু লাইনার আর মাস্কারা ব্যবহার করে থাকেন। কিন্তু, রোজই অফিস পৌঁছে বুঝতে পারেন এই সাজ একটু হলেও ক্লিসে। রইল এই সমস্যার সমাধান। রইল মেকআপের টিপস। জেনে নিন কীভাবে করবেন অফিস মেকআপ।