- Home
- Lifestyle
- Relationship
- Chocolate Day-তে প্রিয়জনকে পাঠান মিষ্টি শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ
Chocolate Day-তে প্রিয়জনকে পাঠান মিষ্টি শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ
চকলেট ডে উপলক্ষে বিভিন্ন মিষ্টি শুভেচ্ছাবার্তা। ভালোবাসার মানুষকে চকলেটের সাথে তুলনা করে মিষ্টি ভালোবাসা প্রকাশ করা হয়েছে।

আজ এই বিশেষ দিনে শুধু তোমার জন্য রইল চকলেটে ভরা আলিঙ্গন। Happy Chocolate Day।
এসো আমাদের ভালোবাসা দিয়ে চকলেট ডে-কে আরও মিষ্টি করে তুলি। Happy Chocolate Day।
আমার চোখে বিশ্বের সবচেয়ে মিষ্টি মেয়েকে জানাই চকলেট ডে-র শুভেচ্ছা। Happy Chocolate Day।
তুমি আমার জীবনের সেরা মিষ্টি চকলেট। Happy Chocolate Day।
তোমার স্পর্শ আমার দিনগুলোকে চকলেটের মতো মিষ্টি করে তোলে। Happy Chocolate Day।
চকলেট ডে-তে বলছি তোমায়, তোমার ভালোবাসা ছাড়া আমার জীবন একেবারে অসম্পূর্ণ। Happy Chocolate Day।
তোমার ভালোবাসা আমার জীবনে চকলেটের মতো মিষ্টি। Happy Chocolate Day।
চকলেটের স্বাদ আর তোমার ভালোবাসা- এই দুটো আমার জীবনের সুখের সূত্র। Happy Chocolate Day।
চকলেটের মতো মিষ্টি তোমার হাসি, যা আমার মনকে প্রতিদিন আনন্দে ভরে দেয়। Happy Chocolate Day।
এই বিশেষ দিনে তোমাকে পাঠাচ্ছি এক মুঠো চকলেট ও অফুরন্ত ভালোবাসা। Happy Chocolate Day।