কেউ আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে? কীভাবে নিজেকে রক্ষা করতে পারেন?
- FB
- TW
- Linkdin
শুধু মহিলারাই নন, অনেক সময় পুরুষরাও ব্ল্যাকমেলিংয়ের শিকার হন, বর্তমানে এই প্রবণতা বেড়ে গিয়েছে
সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে মহিলাদের পাশাপাশি পুরুষরাও ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। যত দিন যাচ্ছে এই সমস্যা বেড়েই চলেছে।
কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে চাইলে কীভাবে সম্মান বজায় রেখে নিজেকে বাঁচাবেন?
ব্ল্যাকমেলাররা ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করে, নানাভাবে অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাদের কখনও এই সুযোগ দেওয়া উচিত নয়।
কেউ আপনার গোপন বা বিকৃত ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে কী করবেন?
সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে কেউ যদি আপনার গোপন বা কারসাজি করা ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাহলে ভয় পেলে চলবে না। যে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তাকে পাল্টা ভয় দেখাতে হবে। বলতে হবে, 'যা খুশি করো, আমিও পাল্টা ব্যবস্থা নেব।' তাহলে সে থমকে যেতে পারে।
সবার সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখা উচিত নয়, তাহলে ব্ল্যাকমেলের আশঙ্কা কমে যায়
সবাইকে সব কথা বলা উচিত নয়। ব্যক্তিগত তথ্য সবাইকে জানানো উচিত নয়। কে আপনার গোপন তথ্য নিজের কাজে লাগিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে সেটা আগে থেকে জানা যায় না।
সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য, ছবি শেয়ার না করাই সুরক্ষিত থাকার উপায়
অনেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফোন নাম্বার, ই-মেল আইডি প্রকাশ্যে দিয়ে রাখেন। একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবিও শেয়ার করেন। এগুলি পরবর্তীকালে বিপদের কারণ হতে পারে।
কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করলে পরিবারের লোকজন, বন্ধুদের সাহায্য নিন
কেউ ব্ল্যাকমেল করতে চাইলে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, পরিজনদের সে কথা জানানো উচিত। লোকলজ্জার ভয়ে ব্ল্যাকমেলের কথা গোপন করে গেলে আপনারই বিপদ বাড়বে।
যে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তাকে প্রশ্রয় না দিয়ে পুলিশের সাহায্য নেওয়া উচিত
নিজে যদি কোনও অপরাধ না করে থাকেন, তাহলে ব্ল্যাকমেলের শিকার হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই পুলিশের সাহায্য নেওয়া উচিত।
যে ব্ল্যাকমেল করতে চাইছে তার কথা শুনে কখনও কোনও জায়গায় যাওয়া উচিত নয়
ব্ল্যাকমেলারের কথা শুনে ভয় পেয়ে গিয়ে তার নির্দেশমতো কোনও জায়গায় গেলে আরও বড় বিপদে পড়ার আশঙ্কা থাকে। এই কারণে তার কথা শুনে চলা উচিত নয়।
ব্ল্যাকমেলার টাকার দাবি করলে কখনও তার দাবি অনুযায়ী টাকা দেওয়া উচিত নয়
ব্ল্যাকমেলারকে যদি একবার টাকা দেওয়া শুরু করেন, তাহলে তার টাকার দাবি বাড়তেই থাকবে। এই কারণে ব্ল্যাকমেলারকে কখনও টাকা দেওয়া উচিত নয়।
প্রেমিক বা স্বামী ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও তুলতে চাইলে বারণ করুন
স্বামী বা প্রেমিককে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও তুলতে বাধা দিন। কোনও জায়গায় গেলে গোপন ক্যামেরা আছে কি না নিশ্চিত হওয়ার চেষ্টা করুন।