সংক্ষিপ্ত

চলতি মাসেই ভ্যালেন্টাইন্স ডে। 

আর ঠিক সেই প্রেমময় মুহূর্তে দাঁড়িয়েই, নিজের প্রিয় মনের মানুষটিকে ঠিক কী উপহার দেওয়া যায়, তা নিয়ে কিন্তু চিন্তিত বেশ অনেকেই। শুধু তাই নয়, কীভাবে সম্পর্ককে আরও মজবুত করে তোলা যায়, যাতে আপনার প্রিয়জন আরও বেশি করে মিস করে আপনাকে, সেইসব নিয়েও জল্পনা চলে বিস্তর (Valentine's Day plans)।

তবে আপনার সেই মানুষটির জন্য এমনও কিছু উপহার রয়েছে, যা পেলে অত্যন্ত খুশি হয়ে যেতে পারেন তিনি। যদি তিনি সর্বদা ব্যস্ত থাকেন তবে একটি দুর্দান্ত নতুন ব্যাকপ্যাক বা কিছু আরামদায়ক জগার কিন্তু উপহার হিসেবে দিতে পারেন।

সেইসঙ্গে, সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একটু হেসে তাঁর মনের মতো করে কথা বলুন এবং প্যাম্পার করুন। তাঁকে একটি সুন্দর স্কিনকেয়ার সেটও গিফট করতে পারেন। একটা হিমেল পরশ রাখুন সম্পর্কের মধ্যে (Valentine's Day 2025)।

এমনকি, একটু পুরনো ছন্দেও ফিরে যেতে পারেন। আপনার মনের কথাগুলি ফোনে কিংবা মেসেজে না বলে, একটি চিঠি লিখতে পারেন। সেই চিঠিটি কোনও উপহারের সগে গোপনে দিয়ে দিতে পারেন। এটা অনেকটা সারপ্রাইজের মতো হতে পারে।

তাছাড়া মনের ভালোবাসাকে বোঝাতে লিখতে পারেন কবিতাও। অন্যদিকে, ভালো গন্ধের পারফিউম এবং ডিওডোরেন্ট গিফট করতে পারেন, যা কিনা প্রেম খানিকটা বাড়িয়ে দিতে পারে! টি-শার্ট কিংবা শার্টও উপহার হিসেবে দিতে পারেন। এক্ষেত্রে তাঁর পছন্দটা আগে থেকে কথায় কথায় জেনে নিতে পারেন।

অন্যদিকে, প্রেমিকাদের জন্য সুন্দর কোনও স্লিং ব্যাগও কিনতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে-র আগে আসে টেডি ডে। সেইদিন গার্লফ্রেন্ডকে উপহার হিসেবে টেডি বিয়ার বা পান্ডাও দিতে পারেন।

এমনকি, পছন্দের খাবারও খাওয়াতে নিয়ে যেতে পারেন। অনেকে আবার মেলা ঘুরতে ভালোবাসেন। দুজনে মিলে হাত ধরে মেলাও ঘুরে আসতে পারেন। আসলে এগুলো প্রেমে ভালোলাগার মুহূর্ত তৈরি করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।