সংক্ষিপ্ত

  • বর্ষা এসে গিয়েছে। গরম থেকে রেহাই পেলেও যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের মাথায় হাত পড়ে এই ঋতুতে
  • কোথায় বেড়াতে যাওয়া যায় এই ভেবেই কপালে ভাঁজ পড়ে
  • কিন্তু ভারতেই  এমন কিছু জায়গা রয়েছে, যেগুলি বর্ষাতেই যেন আরও সুন্দর হয়ে ওঠে
  • চিন্তা না করে এই জায়গাগুলি থেকে এই বর্ষায় ঘুরে আসতেই পারেন

বর্ষা এসে গিয়েছে। গরম থেকে রেহাই পেলেও যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের মাথায় হাত পড়ে এই ঋতুতে। কোথায় বেড়াতে যাওয়া যায় এই ভেবেই কপালে ভাঁজ পড়ে। কিন্তু ভারতেই  এমন কিছু জায়গা রয়েছে, যেগুলি বর্ষাতেই যেন আরও সুন্দর হয়ে ওঠে। চিন্তা না করে এই জায়গাগুলি থেকে এই বর্ষায় ঘুরে আসতেই পারেন।

তা হলে দেখে নেওয়া যাক বর্ষায় বেড়াতে গেলে কোথায় যাবেন- 

১) পঞ্চগনি- মহারাষ্ট্রের পঞ্চগনি সবুজে ভরা। বর্ষায় যেন প্রকৃতি দেবী নেমে আসে এই এলাকায়। সবুজ যেন আরও সতেজ হয়ে ওঠে। 

২) মাণ্ডু- ভারতে বর্ষায় বেড়ানোর প্রসঙ্গে এলেই এই জায়গার নাম আসে। মধ্যপ্রদেশে অবস্থিত এই এলাকা। বর্ষায় ঘুরে আসুন চট করে। 

৩) মুন্নার- গ্রীষ্মে কেরলের মানুষের প্রাণ হাঁসফাঁস করে। কিন্তু বর্ষায় কেরলের মুন্নার যেন সবুজে সেজে ওঠে। মুন্নার ঘোরার সেরা সময় বর্ষা। এক আলাদা অনুভূতি পাবেন।

৪) লোনাভালা- বর্ষারানি যেন এই সময়ে লোনাভালায় নেচে বেড়ায়। বর্ষায় বেড়িয়ে আসুন লোনাভালা থেকে। 

৫)মাউন্ট আবু- রাজস্থানেই এই এলাকা খুব সুন্দর। তবে সেরা রূপ দেখতে মাউন্ট আবুতে যেতে হবে বর্ষায়ই। 

৬) মহাবালেশ্বর- পঞ্চগনি যাওয়ার পরিকল্পনা থাকলে সঙ্গে ঘুরে আসুন মহাবালেশ্বর থেকেও। এমনিতেই সাজানো এলাকা। আর বর্ষায়ে যেন এই এলাকা ঝকঝকে সুন্দর হয়ে ওঠে। মহাবালেশ্বর যাওয়ার সেরা সময় বর্ষাই। 

৭) কোডাইকানাল- সারা বছরই সুন্দর তামিলনাড়ুর এই এলাকা। ছোট্ট পাহাড় ঘেরা এই অঞ্চলে শীতেও মানুষ ভিড় করে। তবে বর্ষায় বেড়ানোর জন্য় আদর্শ হল কোডাইকানাল। 

৮) কুর্গ- কর্ণাটকের কুর্গ সব সময়েই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বর্ষায় এখানকার ঝরণাগুলি যেন কলতান শুরু করে। 

৯)চেরাপুঞ্জী- বর্ষায় অবশ্যই একবার ঘুরে আসুন মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে।