সংক্ষিপ্ত
- আলু খেয়ে কমিয়ে ফেলুন ওজন
- পাঁচ দিন ধরে নিয়ম মেনে চলতে হবে
- আলু খেলে কমে মেদ
- তবে তার সঙ্গে অন্য কোনও খাবার খাওয়া চলবে না
পাতে বেশি আলু নয়, ওজন বাড়তে পারে। ফলেই তরিঘড়ি আলু খাওয়া ছেড়ে দেন অনেকেই। অথচ তাদেরই এক সময় পাতে আলু না থাকলে চলত না। সেই সকল ব্যাক্তিদের জন্যই রইল এবার অবিশ্বাস্য তথ্য। আলু খেলে বাড়ে না ওজন। এক সমীক্ষার দ্বারা প্রমাণিত। উল্টে আলুর ম্যাজিকেই নজর কাড়া সৌন্দর্য্য পেতে পারেন আপনি। তবে ফল পেতে ছয় দিন ধরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।
আরও পড়ুনঃসাদা নাকি বাদামি, কোন ডিমে পুষ্টিগুণ বেশি! বিশেষজ্ঞরা কী বলছেন
জেনে নিন কোন উপায় আলু খেলে কমবে ওজনঃ
১. এক টানা তিন থেকে চার দিন ধরে শুধুই সেদ্ধ আলু খান। যত ইচ্ছে তত।
২. এই সময় অন্য কোনও খাবার খাওয়া যাবে না। নইলে এই টিপস কাজ করবে না।
৩. খুব প্রয়োজন হলে তাতে সামান্য নুন মিশিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু সুস্বাদু করতে আরও কিছু মেশানো যাবে না।
৪. তবে পান করা যাবে। যেমন চা, কফি, জল খাওয়া যেতেই পারে।
৫. এই কদিন খুব পরিশ্রমের কোনও কাজ করা যাবে না। ব্যায়ামও করা যাবে না। হালকা হাঁটা চলার মধ্যে দিয়ে কাজ করতে হবে।
৬. প্রয়োজনীয় অসুধ খাবেন অবশ্যই। তা থেকে সমস্যার সৃষ্টি হবে না। এরপর ছয় দিন বাদে নিজের ওজন দেখেই অবাক হবেন।