সংক্ষিপ্ত

  • পারফিউম লাগানোর পরও গন্ধ থাকছে না
  • গন্ধ স্থায়ী করতে পারফিউম বদলে ফেলেন অনেকেই
  • গন্ধ স্থায়ী করতে কতগুলো ঘরোয়া টোটকা মেনে চলুন
  • নিয়ম মেনেই পারফিউম লাগান

বেশি দাম দিয়েই কিনছেন পারফিউম। কিন্তু বাড়ি থেকে বাইরে পা রাখতেই তার গন্ধ উধাও। এমন অবস্থায় কী করা প্রয়োজন না বুঝে অনেকেই আবার পারফিউমটি বদলে ফেলেন। কেন এই সমস্যা হচ্ছে তা বোঝা বেশি প্রয়োজন। পারফিউম খারাপ ভালো বাজারে দুই আছে। কিন্তু অধিকাংশ সময় তার গন্ধ বেশিক্ষণ থাকে না। সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া টিপস মেনে চললেই সহজ সমাধান মিলবে।

আরও পড়ুনঃ আইসক্রিম খেতে ভালোবাসেন! জানুন যে পাঁচটি কারণে আইসক্রিম খাবেন

প্রতিদিন পারফিউম লাগানোর আগে মাথায় রাখুন কয়েকটি বিশেষ দিক।
১. পারফিউম লাগানোর আগে তা ঝাঁকিয়ে নিন ভালো মতন। তার ফলে মিশ্রণটি থিতিয়ে না গিয়ে ব্যালেন্সেই লাগানো সম্ভব।
২. গায়ে অনেকেরই তেলাভাব থাকে। তেল ত্বকে থাকার ফলে পারফিউম ত্বকে বসে না ঠিক মতন। তাই স্নান করেই পারফিউম লাগিয়ে ফেলুন।
৩. ত্বক যদি শুকনো থাকে তবে তা থেকে সমস্যা বাড়ে। শুকনো ত্বক থেকে পারফিউম তারাতারি উড়ে যায়। তাই ভেজা ত্বকেই লাগান পারফিউম। 
৪. শরীরের যে অংশে পারফিউম লাগাতে চান সেখানে আগে কোলন, ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে রাখলে গন্ধ দীর্ঘক্ষণ থাকে।
৫. পারফিউম একটি নির্দিষ্ট দূর থেকে গায়ে লাগিয়ে রাখুন। বেশি দূর থেকে লাগালে গন্ধ উড়ে যায়। এবং বেশি কাছ থেকে লাগালে তা ত্বকের ক্ষতি করতে পারে। সেই দিকেও নজর রাখা প্রয়োজন।