২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। মাঝে শনি, রবি। আবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। একসঙ্গে টানা ৪ দিনের ছুটি বরাতে তেমন জোটে না। তাই সুযোগ পেয়েছেন যখন সুযোগটা ব্যবহার করেই ফেলুন। ঘুরে আসুন কলকাতা থেকে খুব কাছে পিঠে কয়েকটি জায়গায়।
Travel Tips: পরপর চার দিনের ছুটির সুযোগে শেষ মুহূর্তে পরিকল্পনা ছাড়াই কলকাতা থেকে কাছে পিঠে বেরোনোর জন্য ডুয়ার্স (লাটাগুড়ি/মূর্তি), তাজপুর/মন্দারমণি, অথবা ঝাড়খণ্ড লাগোয়া মুসাখন্দ দারুণ বিকল্প হতে পারে। এই জায়গা গুলোতে গাড়ি বা ট্রেনে সহজেই যাওয়া যায়, যা লম্বা ছুটির আমেজ দেওয়ার পাশাপাশি ঝটপট ভ্রমণের জন্য উপযুক্ত।
বিস্তারিত ভ্রমণের জায়গা ও পরিকল্পনা:
* ডুয়ার্স (লাটাগুড়ি বা মূর্তি): প্রকৃতিপ্রেমীদের জন্য এটি সেরা জায়গা। কলকাতা থেকে উত্তরবঙ্গ গামী ট্রেনে নিউ মাল বা শিলিগুড়ি নেমে গাড়ি ভাড়া করে সহজেই লাটাগুড়ি বা মূর্তিতে পৌঁছানো যায়। জঙ্গল সাফারি, নদী পাড়ে সময় কাটানো এবং এখানকার হোমস্টেগুলোতে থাকা খুব আরামদায়ক।
* তাজপুর বা মন্দারমণি (সমুদ্র উপকূল): দীঘার ভিড় এড়াতে চাইলে তাজপুর বা মন্দারমণি যেতে পারেন। কলকাতা থেকে সড়কপথে ৪-৫ ঘণ্টায় পৌঁছানো যায়। এখানকার নিরিবিলি সমুদ্র সৈকত, ঝাউবন এবং সামুদ্রিক খাবার শেষ মুহূর্তে ভ্রমণের জন্য খুব ভালো।
* মুসাখন্দ (ঝাড়খণ্ড): প্রকৃতির কোলে কিছুটা অচেনা জায়গা খুঁজতে চাইলে ঝাড়খণ্ডের মুসাখন্দ, গালুডি বা ঘাটশিলা এলাকা বাছতে পারেন। এটি কলকাতা থেকে গাড়িতে খুব কাছে এবং পাহাড়-নদী ঘেরা শান্ত পরিবেশ।
শেষ মুহূর্তের ভ্রমণের টিপস:
* যাওয়ার আগে হোটেল বা রিসোর্টের খোঁজ নিয়ে বুকিং নিশ্চিত করে নেওয়া ভালো।
* নিজস্ব গাড়ি থাকলে বেরোনো সুবিধাজনক, নাহলে ট্রেন/বাসের টিকিট আগে দেখে নিন।
* খুব বেশি ভারী ব্যাগ না নিয়ে, প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে হালকাভাবে ভ্রমণ করুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


