- Home
- Lifestyle
- Travel
- জাঁকজমক গণপতি বাপ্পার পুজো চাক্ষুষ করতে চান? গণেশ চতুর্থীতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে
জাঁকজমক গণপতি বাপ্পার পুজো চাক্ষুষ করতে চান? গণেশ চতুর্থীতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে
Ganesh Chaturthi 2025: আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই রাত পোহালে শুরু হয়ে যাবে দিকে-দিকে গণেশ বন্দনা। আর এই গণেশ চতুর্থীতে আপনি যদি প্যান্ডেল হপিং করতে চান তাহলে চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

গণেশ চতুর্থী ২০২৫
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৭ অগাস্ট বুধবার। তবে গণেশ পুজো খাতায় কলমে বুধবার হলেও তার দু-দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিংয়ের কাজ। বাংলায় যেমন দুর্গাপুজোর বোধনের আগে থেকেই শুরু হয়ে প্যান্ডেল হপিং। তেমনই আমাদের দেশে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে দুর্গাপুজোর মতো সমান উন্মাদনায় গণেশ পুজোর আয়োজন করা হয়। আর তা দেখতে ভিড় করেন দূর-দুরান্তের ভক্ত-দর্শনার্থীরা।
ভারতের কোথায় সবথেকে বেশি গণেশ পুজো হয়?
গণপতি বাপ্পাকে সাধারণত ব্যবসা বাণিজ্যের দেবতা হিসেবেই পুজো করা হয়। তাই তো ভারতের মূলধনের রাজধানী মুম্বই শহরের অলিতে-গলিতে সব থেকে বেশি গণেশ বন্দনার আয়োজন দেখতে পাওয়া যায়। গণেশ পুজো ঘিরে মহারাষ্ট্র- মুম্বই শহরজুড়ে একমাস আগে থেকেই চলে এর প্রস্তুতি। তারপর গণেশ চতুর্থীতে মহাধুমধাম করে করা হয় পুজোপাঠ।
গণেশ পুজো দেখার সেরা শহর কোনগুলি?
আপনি যদি এবার গণেশ পুজো চাক্ষুস করতে চান তাহলে এই বছর গণেশ চতুর্থীর ছুটিতে বেড়িয়ে আসতে পারেন ভারতের এই শহরগুলি থেকে। যেখানে সাড়ম্বরে আয়োজন করা হয় গণেশ পুজোর। আর এই গণেশ পুজো দেখার সেরা শহর হল মুম্বই এবং পুনে। মুম্বইতে সিদ্ধি বিনায়ক মন্দির, লালবাগচা রাজা, এবং খেতওয়াড়ি গণপতি মণ্ডলের পুজো দেখার জন্য প্রচুর ভিড় হয়। পুনেতেও তুলসীবাগ, কসবা, এবং তাম্বদি-র গণপতি-র পুজোর জাঁকজমক চোখে পড়ার মতো। এছাড়াও, পুনেতে দাগদুশেঠ হালওয়াই গণপতি মন্দির-এর আরতি এবং মনচে গণপতি-র দর্শন এক অন্যরকম অভিজ্ঞতা দেবে আপনাকে।
গণেশ পুজোয় ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে
এছাড়াও গণেশ পুজো মহারাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ু-এর মতো রাজ্যগুলিতেও ব্যাপকভাবে আয়োজিত হয়। তালিকায় রয়েথে হায়দরাবাদ-এর মতো শহরগুলিও। যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। তাহলে আর দেরী কেন? এই বছর স্বচক্ষে গণেশ পুজো দেখতে চাইলে এই শহরগুলির মধ্যে যেকোনও একটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন।
এই জায়গাগুলো কেন বেশি জনপ্রিয়?
মুম্বই এবং পুনেতে হাজার হাজার বারোয়ারি গণেশ পুজো হয়, যা উৎসবের এক ভিন্ন আমেজ তৈরি করে। যেন গণেশ পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে যায় ভারতের উৎসবের মরশুম। এছাড়াও রয়েছে অনেক বিখ্যাত মণ্ডপ। যেমন- লালবাগচা রাজা এবং খেতওয়াড়ি গণরাজ-এর মতো বিখ্যাত মণ্ডপগুলিতে গণেশ মূর্তির দর্শন এক বিশেষ আকর্ষণ দর্শনার্থীদের কাছে। যা দেখতে দূর-দুরান্তের লোকজন ছুটে আসেন এখানে।

