সংক্ষিপ্ত

ত্বকের যত্নে ফলের প্যাক ব্যবহারের চল বহু দিনের। বিভিন্ন ফল দিয়ে প্যাক বানানো যায়। ফলে থাকা উপকারী উপাদান ত্বকে জেল্লা এনে দেয়। ত্বকের যত্নে এবার ব্যবহার করুন স্ট্রবেরির ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন।

ত্বকের যত্ন নিতে আমরা অনেকেই ঘরোয়া টোটকা মেনে চলি। কেউ বেসনের প্যাক ব্যবহার করেন তো কেউ ব্যবহার করেন পাতিলেবুর প্যাক। আবার কেউ মাখেন কলার ফেসপ্যাক। ত্বকের যত্নে ফলের প্যাক ব্যবহারের চল বহু দিনের। বিভিন্ন ফল দিয়ে প্যাক বানানো যায়। ফলে থাকা উপকারী উপাদান ত্বকে জেল্লা এনে দেয়। ত্বকের যত্নে এবার ব্যবহার করুন স্ট্রবেরির ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন। 

স্ট্রবেরি ও বেসন দিয়ে বানাতে পারেন প্যাক। স্ট্রবেরির মাথার দিকে সবুজ অংশ কেটে বাদ দিয়ে দিন। এবার তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। বেসনের সঙ্গে মেশান স্ট্রবেরির এই পেস্ট। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

স্ট্রবেরি ও চকোলেট ফেসপ্যাক বানাতে পারেন। স্ট্রবেরির মাথার দিকে সবুজ অংশ কেটে বাদ দিয়ে দিন। এবার তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার সেই পেস্টের সঙ্গে মেশান কোকো পাউডার। ভালো করে মিশিয়ে নিন। এতে যোগ করুন মধু। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। 

মধু ও স্ট্রবেরির ফেসপ্যাক বানাতে পারেন। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। স্ট্রবেরির মাথার দিকে সবুজ অংশ কেটে বাদ দিয়ে দিন। এবার তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার সেই পেস্টের সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট  মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। 

কলা ও স্ট্রবেরির ফেসপ্যাক বানাতে পারেন। স্ট্রবেরির মাথার দিকে সবুজ অংশ কেটে বাদ দিয়ে দিন। এবার একটি পাত্রে কলা ও স্ট্রবেরি নিয়ে ভালো করে চটকে নিন। মিশ্রণটি মিহি করে নিন। তা মুখে লাগান। ২০ পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। 

লেবুতে আছে ভিটামিন সি। যা ত্বক করে উজ্জ্বল। স্ট্রবেরির সঙ্গে মিশিয়ে তা মেখে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। স্ট্রবেরি মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তার রস আলাদা করে নিন। এর সঙ্গে মেশান পাতিলেবুর রস। এবার তুলোয় করে এই রস মুখে লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। টোনারের কাজ করবে এই প্যাক। ত্বক হবে উজ্জ্বল। দূর হবে বলিরেখা। 
  
 

আরও পড়ুন- আগামী দু সপ্তাহ মেনে চলুন এই ১০টি টিপস, পুজোয় ত্বক দেখাবে উজ্জ্বল, বজায় থাকবে সৌন্দর্য

আরও পড়ুন- খাদ্যতালিকায় যোগ করুন এই পাঁচটি খাবার, যেমন বন্ধ হবে চুল পড়ার সমস্যা তেমনই ঘটবে চুলের বৃদ্ধি

আরও পড়ুন- চুল থেকে ত্বক -সবই চাই ঝা চকচকে, চটজলদি জেল্লা ফিরে পেতে পুজোর আগে যত্ন নিন ঘরোয়া উপায়ে