সংক্ষিপ্ত

  • জেলে বসেও সোশ্যাল মিডিয়ায় 'অ্যাক্টিভ' বিজেপি নেতা
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন ফেসবুকে
  • তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি?
  • জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে 
     

সঞ্জীবকুমার দুবে, পূর্ব মেদিনীপুর:  বন্দিদশাতেও 'অ্যাক্টিভ' সোশ্যাল মিডিয়ায়! ফেসবুকে প্রোফাইল থেকে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন বিজেপি নেতা আনিসূর রহমান। বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: স্মরণ করালেন জালিওয়ানাবাগ হত্যাকাণ্ড, বলবিন্দার সিং ইস্যুতে ফের টুইট রাজ্যপালের

ঘটনাটি ঠিক কী? পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া এলাকায় প্রভাবশালী বিজেপি নেতা হিসেবে পরিচিত আনিসুর রহমান। স্থানীয় তৃণমূল নেতা কুরবান আলি শেখকে খুনের ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। প্রায় এক বছর হতে চলল, তমলুক জেলে বন্দি আনিসুর। সোমবার রাতে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন ওই বিজেপি নেতা! ছবির উপরে ক্যাপশন, 'প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।' পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যথারীতি জমে উঠেছে বিতর্কও।

আরও পড়ুন: মহামারী আতঙ্কে বেলুড় মঠে এবারে সন্ন্যাসীরা নন, কুমারীকে কোলে করে মণ্ডপে আনবে বাড়ির লোক

প্রশ্ন উঠেছে,  যে ব্যক্তি জেলে রয়েছে, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে সচল থাকে? তাহলে কি অন্য় কেউ ছবিটি পোস্ট করল নাকি আনিসুর রহমান নিজেই পোস্ট দিয়েছেন? অনেকে আবার বলছেন, ক্রিয়া-প্রতিক্রিয়া লিখে কি বোঝাতে চাইলেন বিজেপি নেতা? বিধানসভার ভোটের আগে কি তৃণমূলে যোগ দিচ্ছেন? বস্তুত, ফেসবুকে আনিসুরের পোস্টে নিচের 'তৃণমূলে স্বাগত' বলে কমেন্টও করেছেন অনেকেই। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।