সংক্ষিপ্ত
- আনলক পর্বে মাছ ধরায় আর নিষেধাজ্ঞা নেই
- এবার খুলে গেল দিঘার মৎস্য নিলাম কেন্দ্রও
- এটি এশিয়ার বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্র
- খুশি মৎস্যজীবী ও ট্রলার ব্যবসায়ীরা
সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর: লকডাউনের বন্ধ ছিল প্রায় মাস তিনেক। বুধবার থেকে ফের খুলে গেল এশিয়ার সর্ববৃহৎ দিঘার মৎস্য নিলাম কেন্দ্র। খুশি মৎস্যজীবী ও ট্রলার ব্যবসায়ী। তবে প্রথম দিন কিন্তু দেখা মিলল না ইলিশের।
আরও পড়ুন: তৃণমূল থেকে কর্মীদের 'ঘর ওয়াপসি', পুরুলিয়ায় শক্তি বাড়ছে বজরং দলের
করোনা সতর্কতায় তখন লকডাউন চলছে পুরোদস্তুর। এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সরকার। কিন্তু এখন তেমন কড়াকড়ি নেই, বরং আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে জনজীবনেও। বিধি নিষেধে নেই সমুদ্রে মাছ ধরাতেও। দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা থেকে ১৫ জুন হাজার তিনেক ট্রলার রওনা দেয় বঙ্গোপসাগরে। সমুদ্র থেকে ইলিশ নিয়ে ফেরেন মৎস্যজীবীরা। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন:চা-এর আড্ডায় দুষ্কৃতীদের হামলা, তিনি ভীতু নন- সাফ জানালেন দিলীপ
এদিকে মাছ ধরা শুরু হয়ে গেলেও দিঘার মোহন মৎস্য নিলাম কেন্দ্রটি কিন্তু বন্ধই ছিল। সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়. ১ জুলাই থেকে নিলামকেন্দ্র খুলে দেওয়া হবে। সেইমতো বুধবার ফের শুরু হয়ে গেল মাছ বেচা-কেনা। কিন্তু নিলামকেন্দ্রে মাছ ঢুকেওছিল যথেষ্টই। কিন্তু ইলিশের দেখা মিলল না!