সংক্ষিপ্ত

করোনার কবলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

শাহিদ খাকান আব্বাসির করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছে

\নওয়াজ শরিফ গ্রেফতার হওয়ার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন

আক্রান্ত ইমরান খান মন্ত্রিসভার এক সদস্যও

 

করোনাভাইরাসের কবলে পড়লেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। এদিন পিএমএল-এন দলের মুখপাত্র মেরিয়ামুম আওরঙ্গজেব জানান,  শাহিদ খাকান আব্বাসির করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তিনি আপাতত নিজের বাড়িতেই স্ব-বিচ্ছিন্নতায় রয়েছেন। নওয়াজ শরিফ গ্রেফতার হওয়ার পর পিএমএল-এন দলের সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহিদ খাকান আব্বাসি।

তবে শুধু পাকিস্তানের বিরোধীস দলেই নয়, শাসক দলেও হানা দিয়েছে করোনা। খোদ ইমরান খানের মন্ত্রীসভার এক সদস্যই করোনা পজিটিভ বলে সনাক্ত হয়েছেন। রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ-এর কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক আসার পরই তাঁকে তাঁর বাড়িতেই কোয়ারেন্টাইন করা হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ই মুখ খুলেছেন শেখ রশিদ। বহু বিতর্কিত মন্তব্যও করেছেন। আবার অনেক সময়ই আজগুবি তথ্য দিয়ে কিংবা অদ্ভূত কাণ্ড করে হাসি মস্করার শিকারও হয়েছেন। প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে একবার বৈদ্যুতিক শক খেয়েছিলেন এই পাক মন্ত্রী।

সোমবার রাত অবধি পাকিস্তানে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৩,৬৭১ জন। আর মৃত্য়ু হয়েছে ২,০৬৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৩৫৫ জন। সবচেয়ে বেশি সংক্রমণের দাপট দেখা যাচ্ছে পঞ্জাব প্রদেশে। এই পাকিস্তানি রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা  ৩৮,৯০৩। তার গায়ে গায়েই রয়েছে সিন্ধু প্রদেশ।